ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দলকে বাস সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ইউটিউবের নতুন নিয়ম: ১৬ বছরের কম বয়সীরা একা লাইভ স্ট্রিম করতে পারবে না টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন! নির্ধারিত সময়েই সুন্দর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের মধ্যে সমঝোতা বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে জাতিসংঘের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি হেফাজতের আরেকটা লড়াই হবে, সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব: জামায়াত আমির আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে: নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে জামায়াতের সমাবেশে সারজিস সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ ২০২৫ ২০ জুলাই দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ চার সংগঠনের নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যক্রম শুরু ভুয়া তথ্য দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত দেশে অপরাধের মাত্রা কমছে না: ধর্ম উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই বর্ষায় ব্যস্ত সময় পার করছেন ভৈরবের নৌকা কারিগররা

২৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নকশায় নির্মাণ হচ্ছে হচ্ছাঘাট সেতু

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০১:২০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০১:২০:৩৩ পূর্বাহ্ন
২৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নকশায় নির্মাণ হচ্ছে হচ্ছাঘাট সেতু রাউজান-ফটিকছড়ির মাঝে ঘটবে বন্ধন
অবশেষে রাউজান– ফটিকছড়ির সেতুবন্ধন হচ্ছাঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে জিওবি ও ইসলামিক বন্ডের (সুকুক) প্রকল্পের আওতায়। মনোরম নকশায় নির্মাণাধীন সেতু করা হচ্ছে অনেকটা হাতিরঝিল এলাকার মত করে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা সেতুটির নির্মাণ ব্যয় হবে প্রায় ২৪ কোটি টাকা।
 
সর্তাখালের দুই পাড়ের মানুষের মতে সেতুটি নির্মাণ হলে রাউজান– ফটিকছড়ি হয়ে রাঙামাটির দুর্গম উপজেলা সমূহের সাথে যোগাযোগ সহজ হবে। এই পথের যথেষ্ট গুরুত্ব রয়েছে সামরিক, বেসামরিক পর্যায়ে যোগোযোগসহ নানা কাজে। এছাড়া অভাবনীয় উন্নয়ন ঘটবে কৃষিখাতে।
 
রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছাঘাট এলাকা সরেজমিনে পরিদর্শনকালে রাউজান–ফটিকছড়ির সুবিধাভোগী মানুষের সাথে কথা বলে জানা যায় সর্তা হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ঝর্ণাধারায় নেমে আসা একটি খালের নাম। এই খালটির মাধ্যমে বিভক্ত হয়েছে রাউজান–ফটিকছড়ির দুই উপজেলার সীমানা। খালের দুই পাড়ের মানুষের কৃষি খাতের পানির উৎস এই খালে পানি। জীবনধারার সাথে আদিকাল থেকে দুই উপজেলার মানুষের সম্পর্ক নিবিড়। প্রতিবছর এঅঞ্চলের কৃষকরা কৃষিখাত থেকে আয় করেন কয়েক’শ কোটি টাকা। সম্ভাবনাময় এই কৃষিখাত যুগে যুগে অবহেলিত ছিল হচ্ছাঘাটের একটি সেতুর অভাবে। সেতু না থাকায় কৃষকরা উৎপাদিত ফসল ঠিক সময়ে বাজারজাত করতে পারতেন না। স্থানীয়রা বলেছেন, এতদিন খালের হাঁটুপানিতে ছিল দুই পাড়ের মানুষের যোগোযোগ। এপার ওপাড়ে থাকা স্কুল কলেজের শিক্ষার্থীরা যাওয়া আসা করতো একইভাবে পানি মাড়িয়ে।
 
এলাকার প্রবীণরা বলেছেন, স্বাধীনতার পর থেকে তারা প্রত্যাশায় ছিলেন দুই উপজেলার মানুষের সহজ যোগাযোগ সৃষ্টি করতে এখানে একটি সেতু নির্মাণ করা হবে। এখানে একটি সেতু নির্মাণের জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিয়ে এসেছেন প্রবীণ নবীন সকল শ্রেণির এলাকার মানুষ। হবে, হচ্ছে এই আশ্বাসের উপর ভর করে অপেক্ষায় থাকার মধ্যে সেতুর কাজে ঠিকাদার এসেছেন দেখে দুই পাড়ের মানুষের মাঝে এখন আনন্দ উচ্ছ্বাস।
 
খবর নিয়ে জানা যায়, ২৩ সালের নভেম্বর মাসে এই সেতুনির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছিলেন পাশাপাশি থাকা দুই উপজেলার তৎকালীন দুই সংসদ সদস্য। ওই সময় তারা ভিত্তি স্থাপন করে গেলেও কাজ করার দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার কাজ না করায় মানুষ আশাহত হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, আগে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান ঠিক সময়ে কাজে হাত না দিয়ে ফেলে রেখে মেয়াদ শেষ করেছে। এমন পরিস্থিতিতে তাদের সাথে চুক্তি বাতিল করে এখন নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। নতুন ঠিকাদার কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছেন।
 
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদীকে বলেন, নতুন দরপত্রের মাধ্যমে এই সেতু নির্মাণের কাজ পেয়েছে কহিনুর এন্টাপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা কার্যাদেশ পেয়ে গত ২৬ মে প্রকল্প এলাকায় কাজ শুরু করেছে। শর্ত অনুসারে তাদের কাজ শেষ করতে হবে ২৭ সালে ডিসেম্বরের মধ্যে। এই প্রকৌশলী জানান এই সেতুটি নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন নকশায়। মূল সেতু লম্বা হবে ১২.১৫ মিটার। দুই পাশে নির্মাণ করা হবে প্রশস্থ সড়ক। এটি হবে উত্তর চট্টগ্রামের একমাত্র দৃষ্টিআকর্ষণী সেতু।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন!

টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন!