ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত ট্র্রাম্পের গাজায় নতুন ভয়াবহ অস্ত্র: ইসরায়েলের বোমা ফেলা রোবটের তাণ্ডব বিতর্কে জাভেদ আখতার: পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক রায়পুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ: হিন্দু যুবক জয় কুরি পলাতক ট্রাম্পের সিদ্ধান্তে ভয়াবহ ঝুঁকি! হাফপোস্টের চাঞ্চল্যকর রিপোর্ট সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ফ্রান্স শেষ মুহূর্তের লড়াইয়ে ডাকসু নির্বাচন নিশ্চিত করলেন শিশির মনির! আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহ ক্ষতি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান! কাশ্মিরে পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের! গাজায় ইসরাইলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার শাহাদাত বরণ ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট রাকসু নির্বাচনে প্রথম বর্ষের ভোটার: ছাত্র সংগঠনগুলোর ওয়াকআউট প্রধান বিচারপতি: বিচার বিভাগে সংস্কারের ৮০% কাজ সম্পন্ন, বিশেষায়িত বাণিজ্যিক আদালতের উদ্যোগ চবি ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষ, ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগে কাঁদলেন উপ-উপাচার্য ইউনূস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন মোদির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভারত সফর বাতিল করলেন ট্রাম্প রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিয়ানজিনে এসসিও সম্মেলন শুরু, পুতিন-মোদির উপস্থিতি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

২৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নকশায় নির্মাণ হচ্ছে হচ্ছাঘাট সেতু

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০১:২০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০১:২০:৩৩ পূর্বাহ্ন
২৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নকশায় নির্মাণ হচ্ছে হচ্ছাঘাট সেতু রাউজান-ফটিকছড়ির মাঝে ঘটবে বন্ধন
অবশেষে রাউজান– ফটিকছড়ির সেতুবন্ধন হচ্ছাঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে জিওবি ও ইসলামিক বন্ডের (সুকুক) প্রকল্পের আওতায়। মনোরম নকশায় নির্মাণাধীন সেতু করা হচ্ছে অনেকটা হাতিরঝিল এলাকার মত করে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা সেতুটির নির্মাণ ব্যয় হবে প্রায় ২৪ কোটি টাকা।
 
সর্তাখালের দুই পাড়ের মানুষের মতে সেতুটি নির্মাণ হলে রাউজান– ফটিকছড়ি হয়ে রাঙামাটির দুর্গম উপজেলা সমূহের সাথে যোগাযোগ সহজ হবে। এই পথের যথেষ্ট গুরুত্ব রয়েছে সামরিক, বেসামরিক পর্যায়ে যোগোযোগসহ নানা কাজে। এছাড়া অভাবনীয় উন্নয়ন ঘটবে কৃষিখাতে।
 
রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছাঘাট এলাকা সরেজমিনে পরিদর্শনকালে রাউজান–ফটিকছড়ির সুবিধাভোগী মানুষের সাথে কথা বলে জানা যায় সর্তা হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ঝর্ণাধারায় নেমে আসা একটি খালের নাম। এই খালটির মাধ্যমে বিভক্ত হয়েছে রাউজান–ফটিকছড়ির দুই উপজেলার সীমানা। খালের দুই পাড়ের মানুষের কৃষি খাতের পানির উৎস এই খালে পানি। জীবনধারার সাথে আদিকাল থেকে দুই উপজেলার মানুষের সম্পর্ক নিবিড়। প্রতিবছর এঅঞ্চলের কৃষকরা কৃষিখাত থেকে আয় করেন কয়েক’শ কোটি টাকা। সম্ভাবনাময় এই কৃষিখাত যুগে যুগে অবহেলিত ছিল হচ্ছাঘাটের একটি সেতুর অভাবে। সেতু না থাকায় কৃষকরা উৎপাদিত ফসল ঠিক সময়ে বাজারজাত করতে পারতেন না। স্থানীয়রা বলেছেন, এতদিন খালের হাঁটুপানিতে ছিল দুই পাড়ের মানুষের যোগোযোগ। এপার ওপাড়ে থাকা স্কুল কলেজের শিক্ষার্থীরা যাওয়া আসা করতো একইভাবে পানি মাড়িয়ে।
 
এলাকার প্রবীণরা বলেছেন, স্বাধীনতার পর থেকে তারা প্রত্যাশায় ছিলেন দুই উপজেলার মানুষের সহজ যোগাযোগ সৃষ্টি করতে এখানে একটি সেতু নির্মাণ করা হবে। এখানে একটি সেতু নির্মাণের জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিয়ে এসেছেন প্রবীণ নবীন সকল শ্রেণির এলাকার মানুষ। হবে, হচ্ছে এই আশ্বাসের উপর ভর করে অপেক্ষায় থাকার মধ্যে সেতুর কাজে ঠিকাদার এসেছেন দেখে দুই পাড়ের মানুষের মাঝে এখন আনন্দ উচ্ছ্বাস।
 
খবর নিয়ে জানা যায়, ২৩ সালের নভেম্বর মাসে এই সেতুনির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছিলেন পাশাপাশি থাকা দুই উপজেলার তৎকালীন দুই সংসদ সদস্য। ওই সময় তারা ভিত্তি স্থাপন করে গেলেও কাজ করার দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার কাজ না করায় মানুষ আশাহত হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, আগে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান ঠিক সময়ে কাজে হাত না দিয়ে ফেলে রেখে মেয়াদ শেষ করেছে। এমন পরিস্থিতিতে তাদের সাথে চুক্তি বাতিল করে এখন নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। নতুন ঠিকাদার কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছেন।
 
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদীকে বলেন, নতুন দরপত্রের মাধ্যমে এই সেতু নির্মাণের কাজ পেয়েছে কহিনুর এন্টাপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা কার্যাদেশ পেয়ে গত ২৬ মে প্রকল্প এলাকায় কাজ শুরু করেছে। শর্ত অনুসারে তাদের কাজ শেষ করতে হবে ২৭ সালে ডিসেম্বরের মধ্যে। এই প্রকৌশলী জানান এই সেতুটি নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন নকশায়। মূল সেতু লম্বা হবে ১২.১৫ মিটার। দুই পাশে নির্মাণ করা হবে প্রশস্থ সড়ক। এটি হবে উত্তর চট্টগ্রামের একমাত্র দৃষ্টিআকর্ষণী সেতু।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত ট্র্রাম্পের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত ট্র্রাম্পের