ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরাইলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার শাহাদাত বরণ ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট রাকসু নির্বাচনে প্রথম বর্ষের ভোটার: ছাত্র সংগঠনগুলোর ওয়াকআউট প্রধান বিচারপতি: বিচার বিভাগে সংস্কারের ৮০% কাজ সম্পন্ন, বিশেষায়িত বাণিজ্যিক আদালতের উদ্যোগ চবি ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষ, ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগে কাঁদলেন উপ-উপাচার্য ইউনূস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন মোদির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভারত সফর বাতিল করলেন ট্রাম্প রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিয়ানজিনে এসসিও সম্মেলন শুরু, পুতিন-মোদির উপস্থিতি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা গাজায় সহায়তা পৌঁছাতে বার্সেলোনা থেকে রওনা দিল ত্রাণবাহী নৌবহর এসসিও সম্মেলনে মোদি-শি বৈঠক, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে চীনের সমর্থন ইসরাইলি হামলায় ইয়েমেনি মন্ত্রিসভায় রক্তক্ষয়: নিহতদের তালিকা প্রকাশ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা সম্মিলিত প্রচেষ্টায়ই সবুজ ও টেকসই বাংলাদেশ সম্ভব : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: দৃঢ় অবস্থানে অন্তর্বর্তী সরকার ঢাকা মেডিকেলে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে প্রধান উপদেষ্টার দুই সহকারীর পরিদর্শন সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে গুম প্রতিরোধে কঠোর শাস্তির বিধানসহ খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন

কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১০:২৬ পূর্বাহ্ন
কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট ছবি: সংগৃহীত
জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাশের কাপ্তাই উপজেলায় বিদ্যুতের চরম সংকটে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন লোডশেডিং, হঠাৎ বিভ্রাট—সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
স্থানীয়রা জানান, শুধু দিনের বেলায় নয়, নিয়মিতভাবে ধর্মীয় উপাসনার সময়েও বিদ্যুৎ থাকে না। মুসলমানদের নামাজ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনার সময়েও বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে। কেউ কেউ এটিকে ‘ইচ্ছাকৃত বিদ্যুৎ বিভ্রাট’ বলেও অভিযোগ করছেন।
 
সচেতন মহলের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। তারা আশঙ্কা করছেন, কাপ্তাই আবাসিক প্রকৌশল কার্যালয় ও কন্ট্রোল রুম থেকে পূর্বশত্রুতার বশে পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত করছেন বলেও অভিযোগ ওঠেছে।
 
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, “প্রতিদিন গড়ে ১৫–২০ বার বিদ্যুৎ যায়, একেকবারে ২–৩ ঘণ্টা করে। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।”
 
অঞ্চলের সরকারি দপ্তর, এনজিও, শিল্পকারখানা, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সব কার্যক্রম বিদ্যুৎ নির্ভর। কিন্তু দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে এসব প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে।
 
সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা। একজন লিখেছেন, “ঝড় নেই, বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎ নেই।” আরেকজন বলেন, “বাতির নিচেই সবচেয়ে বেশি অন্ধকার, কাপ্তাই পিডিবি যেন পল্লী বিদ্যুৎকেও হার মানিয়েছে।”
 
এ বিষয়ে চন্দ্রঘোনা আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম শামসুল আরেফিনের বক্তব্য নিতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
ক্ষুব্ধ ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান বিচারপতি: বিচার বিভাগে সংস্কারের ৮০% কাজ সম্পন্ন, বিশেষায়িত বাণিজ্যিক আদালতের উদ্যোগ

প্রধান বিচারপতি: বিচার বিভাগে সংস্কারের ৮০% কাজ সম্পন্ন, বিশেষায়িত বাণিজ্যিক আদালতের উদ্যোগ