ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাফাহ সীমান্ত বন্ধ রাখা হচ্ছে — বেঁধে দেওয়া শর্ত: ‘বন্দীদের মৃতদেহ ফেরত না দিলে খুলব না’ ন্যাটোর পারমাণবিক মহড়া শুরু, বার্তা ‘প্রস্তুত যে কোনো হুমকির জন্য’ তুর্কি জাতির ঐক্য: আজারবাইজানে ঘোষিত ৩৪ অক্ষরের একক বর্ণমালা ইউরোপে ভ্রমণ নীতি বদল: বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বেলজিয়ামে পৌঁছাল প্রথম F-35 যুদ্ধবিমান তেহরানে ‘ব্লেসড ভার্জিন মেরি’ নামে নতুন মেট্রো স্টেশন উদ্বোধন ইসরায়েল চুক্তির সমালোচনায় বরখাস্ত অ্যামাজনের ফিলিস্তিনি প্রকৌশলী সুদান–পাকিস্তান ২৩ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এরদোয়ান: গাজা পুনর্গঠন এখন সময়ের দাবি মিরপুর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু ৩৩ বছর পর মুক্তি পেলেন হামাসের কিংবদন্তি কমান্ডার মাহমুদ ইসা কনেসেটে ট্রাম্পের বক্তব্যে বাধা দিলেন এমপি আয়মান ওদেহ ইন্তেকাল করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ ইসরায়েলি কারাগার থেকে ফিরছেন ফিলিস্তিনি বন্দীরা ভয়াবহ মানসিক আঘাত নিয়ে ইরানের ঘোষণা: আইএইএ-র সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা সহায়তা উত্তর-পশ্চিম গাজায় ধ্বংসযজ্ঞ পরিদর্শনে সিটি মেয়র যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই বেলজিয়ান F-16 ইউক্রেনে পাঠাচ্ছে, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হবে দেইর ইজ-জোরের তেলক্ষেত্র সিরিয়ার হাতে ফিরছে, SDF স্থানীয় বাজারে অংশ রাখবে
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৩৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৩৯:১৪ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত নবী হোসেন গ্রুপের ৪ সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (উজিআই-এসএমজি) ও নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
 
রবিবার (১৩ জুলাই) রাতে দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা সবাই আলোচিত নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে যৌথ বাহিনী।
 
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন) অতিরিক্ত ডিআইজি রিয়াজ উদ্দিন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি আরো বলেন আটককৃতরা হলেন, ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের ছেলে মোহম্মদ আনাস (৩০), ৯ নম্বর শিবিরের ব্লক সি-১৪ এর বাসিন্দা নুর বশরের ছেলে মনসুর আহমেদ (৩২), একই ক্যাম্পের ব্লক সি-১৬ এর বাসিন্দা নাজিমুদ্দিন এর ছেলে ইয়াসের আরাফাত (৩৫) এবং ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক সি-৬ এর বাসিন্দা সৈয়দ আহমেদ এর ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।”
 
তিনি বলেন, “অভিযানে উদ্ধার করা অস্ত্রটি উজিআই সাবমেশিন গান, যা সাধারণত মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে থাকে। অস্ত্রটি ক্যাম্প ৮ ইস্টে অবস্থিত নবী হোসেন গ্রুপের সন্ত্রাসী আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।”
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা গোপন বৈঠক করে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস-এর কাছ থেকে অস্ত্র সংগ্রহের জন্য ওই স্থানে মিলিত হয়েছিল। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও নবী হোসেন গ্রুপের অপর চার সদস্যকে আটক করা সম্ভব হয়।
 
ক্যাম্পে আতঙ্কের নাম নবী হোসেন:
 
উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এখন আতঙ্কের নাম নবী হোসেন। তিনি বর্তমানে মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর কমান্ডার হিসেবে কাজ করছেন। একইসাথে তিনি রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রেপাট্রিয়েশন (আরসিপিআর)-এর প্রধান দিল মোহাম্মদের অধীনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
 
২০২৩ সালে নবী হোসেন মিয়ানমারের চাকমাকাটা সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং অল্প সময়েই ক্যাম্প এলাকায় ভয়ঙ্কর এক সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি ক্যাম্প ৮ ইস্টে একটি ৬০ ফুট লম্বা ও ২০ ফুট প্রস্থের পাকা বাসস্থান নির্মাণ করেছেন, যা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্মিত হয়েছে। এটি তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হচ্ছে।
 
তার নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, মাদক পাচার ও সহিংস তৎপরতা দিনদিন বেড়ে চলেছে, যার ফলে সাধারণ রোহিঙ্গারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“অভিযানে নবী হোসেন গ্রুপের চারজনকে অস্ত্র ও নগদ টাকাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের তিন দফা দাবি: প্রজ্ঞাপন না এলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি

শিক্ষকদের তিন দফা দাবি: প্রজ্ঞাপন না এলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি