জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাতক্ষীরায় আয়োজিত এক পথসভায় বলেন, “চাঁদাবাজিতে দেশ ছেঁয়ে যাচ্ছে।”
তিনি জনগণকে চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ জানান। এইছাড়াও, তাদের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
পথসভা উপলক্ষে খুলনা থেকে গাড়িবহর আসার পর কুমিরা বাজারে তাদের অভ্যর্থনা জানানো হয় ।আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এনসিপি নেতারা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
- আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৮:০৮:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৮:০৮:৩৪ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ