এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘স্যার’ বলে সম্বোধনের একটি অনানুষ্ঠানিক রীতি চালু ছিল, যা নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। এই রীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
বৈঠকে মন্ত্রিসভা জারি করা অন্যান্য প্রোটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (জ্বালানি, সড়ক ও রেলওয়ে) এবং সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ ও পানি সম্পদ) কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনা করে সংশোধনের জন্য সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ নয়, ‘মিস্টার’ ও ‘মিস’ সম্বোধন করতে হবে।