নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নিয়ম বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘স্যার’ বলে সম্বোধনের একটি অনানুষ্ঠানিক রীতি চালু ছিল, যা নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। এই রীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
 
বৈঠকে মন্ত্রিসভা জারি করা অন্যান্য প্রোটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (জ্বালানি, সড়ক ও রেলওয়ে) এবং সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ ও পানি সম্পদ) কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনা করে সংশোধনের জন্য সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ নয়, ‘মিস্টার’ ও ‘মিস’ সম্বোধন করতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]