আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না—সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই মামলায় আদেশ ঘোষণার দিন ধার্য রয়েছে। একই সঙ্গে আসামিপক্ষের পক্ষ থেকে দায়মুক্তি (অব্যাহতি) চেয়ে করা আবেদনের ওপরও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচার শুরুর বিষয়ে আদেশ এলে মামলাটি পরবর্তী ধাপে অগ্রসর হবে।
মামলার মোট ১৭ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন ১০ জন সেনা কর্মকর্তা। তাদের এদিন ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপর আসামিরা বিভিন্ন সময়ের ক্ষমতাসীন প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে তাদের যুক্তি উপস্থাপন করে। প্রসিকিউশন পক্ষ দাবি করে, টিএফআই সেলে নিরপরাধ ব্যক্তিদের আটক রেখে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পৃথক আরেকটি মামলায় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও পলাতক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিনও আজ নির্ধারিত রয়েছে। দুটি মামলাই সাম্প্রতিক সময়ের আলোচিত মানবাধিকার ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক নজরদারিতে রয়েছে।
ডেস্ক রিপোর্ট