ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের অস্ত্র ক্রয়ে ১২৯ মিলিয়ন ডলারের অডিট ফাঁস ট্রাম্পকে চীনকে থামাতে পারলে নোবেলের যোগ্য—তাইওয়ান প্রেসিডেন্ট ভারতীয় যুদ্ধবিমানে ‘Shabaz’ ও ‘Rafiqui’ কল সাইন, পাকিস্তানকে বার্তা ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ৪১.৬ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র রপ্তানি অনুমোদন তুরস্কের নিষেধাজ্ঞায় ইরানের কড়া প্রতিক্রিয়া উচ্চ পাহাড়ে ভারতীয় সেনার আর্টিলারি মহড়া বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার তুরস্কের ‘IŞIK’ লেজার সিস্টেমের সফল পরীক্ষা গাজায় ফেরার পথে পরিবারসহ ফিলিস্তিনি নিহত সুদানে আরএসএফের রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ রাশিয়ার ফ্রিজ করা অর্থ দিয়ে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রস্তাব ইসরায়েলে যুক্তরাষ্ট্রের THAAD প্রতিরক্ষা ঘাঁটি বাড়ল রাশিয়ার নতুন ফাইবার-অপটিক ড্রোন হামলা ইউক্রেনে সিরিয়ার মানবিজে কুর্দি বাহিনী ও তুর্কি-সমর্থিত সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ ইরান রিয়াল সংস্কার: চারটি শূন্য কেটে নতুন তুমান পোল্যান্ডে ন্যাটো মিশনে নরওয়ের F-35 যুদ্ধবিমান ‘I Love Muhammad’ ব্যানার: মাওয়ানায় ৫ মুসলিম গ্রেফতার, ইরান-রাশিয়া: Su-35 যুদ্ধবিমানের সম্ভাব্য ডিল

লাল ব্যাজ ধারণের প্রস্তাব নিয়ে বিরোধ: ছাত্রদল না শিবির—কার ছিল প্রথম উদ্যোগ?

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন
লাল ব্যাজ ধারণের প্রস্তাব নিয়ে বিরোধ: ছাত্রদল না শিবির—কার ছিল প্রথম উদ্যোগ? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লাল ব্যাজ ধারণের প্রস্তাব কার আগে ছিল?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লাল ব্যাজ ধারণের প্রস্তাব কার আগে ছিল—এ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। গত বছরের ২৯ জুলাই এই ব্যাজ ধারণ কর্মসূচি শুরু হলেও, তা কে প্রথম প্রস্তাব করেন তা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলছে মতানৈক্য।

রোববার (৬ জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-ই প্রথম ওইদিন বিকালে তাকে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। এরপর ছাত্রদলের সভাপতি রাকিব, শিবির নেতা সাদিক কায়েম এবং অন্যান্যদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আব্দুল কাদের আরও জানান, আন্দোলনের পরিকল্পনার সময় রিফাত, মাহিনসহ আরও কয়েকজন নেতা ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচির প্রস্তাব দেন। পরে শিবির ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ে আলোচনা করে ‘চোখে-মুখে লাল কাপড় বাঁধা’ এবং ‘লাল প্রোফাইল পিকচার’ ধারণের কর্মসূচি নেওয়া হয়। শিবির নেতা সাদিক কায়েম এ বিষয়ে হ্যাশট্যাগ দেওয়ার পরামর্শও দেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, লাল ব্যাজ ধারণের প্রস্তাব প্রথম তিনি দেন এবং তা তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েমকে জানান। এরপর একটি প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কারীদের পাঠানো হয়।

এ নিয়ে এখনও কোনো পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সামাজিক মাধ্যমে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। কেউ বলছেন এটি সম্মিলিত উদ্যোগ ছিল, আবার কেউ একে ‘মেধাস্বত্ব’ নিয়ে অহেতুক বিতর্ক বলেও আখ্যা দিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর এমপি বা সরকারি পদে থাকতে পারবেন না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর এমপি বা সরকারি পদে থাকতে পারবেন না