জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, জনগণ সুযোগ দিলে তাদের দল ক্ষমতায় গিয়ে সকল নাগরিকের অধিকার রক্ষা করবে এবং বিশেষভাবে নারীর অধিকার ও সম্মান নিশ্চিতকেই অগ্রাধিকার দেবে। রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে আব্দুল হালিম বলেন, জুলাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে, সেটিকে সবাই স্বীকৃতি দিলেও আইনি প্রক্রিয়ায় এখনও তা প্রতিষ্ঠিত হয়নি। তার মতে, বিষয়টির বৈধতা নিশ্চিত করতে গণভোট জরুরি এবং এটি জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন হওয়া উচিত। তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
নারীর অধিকার ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নামের সঙ্গে ইসলাম শব্দটি যুক্ত থাকায় অনেকেই মনে করেন দলটি অধিকার সীমিত করে দেবে। কিন্তু ইসলামের নীতিমালায় নারীর অধিকার সমুন্নত রয়েছে।’ তার দাবি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা হলে সব ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা আরও সুসংহত হবে।
তিনি আরও উল্লেখ করেন যে দলের আমির দেশকে সংখ্যাগুরু–সংখ্যালঘু বিভাজনে দেখতে চান না। নাগরিকদের মধ্যে বিভাজন না থাকলে সামগ্রিক অধিকার রক্ষা আরও সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। বক্তৃতায় তিনি প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে ন্যায়ভিত্তিক ও সম্প্রীতিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ার আহ্বান জানান।
আলোচনা সভায় সংগঠনের মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য ফারুক মিয়া, সেলিম পারভেজ, আবুল বাশারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট