রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৭ ঘণ্টার সফরে ভারতে পৌঁছালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বিমান দিল্লিতে অবতরণ করে, যেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমান থেকে নামার পর মোদি ও পুতিন একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। পরে একই গাড়িতে করে তারা বিমানবন্দর ত্যাগ করেন। আগাম প্রস্তুতি অনুযায়ী, এ সফরের প্রথম দিনেই দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও হয়। এনডিটিভির তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন পুতিন; তারই প্রতিক্রিয়ায় এবার দিল্লিতে পুতিনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেন মোদি।
সফরের দ্বিতীয় দিনে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে পুতিনকে অভ্যর্থনা জানানো হবে। হায়দরাবাদ হাউসে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি, আর সকালেই রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তার।
এই সফরের অংশ হিসেবে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন পুতিন। একই দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। শুক্রবার রাতের দিকে সফর শেষ করে ভারত ত্যাগ করবেন তিনি বলে সরকারি সূত্র জানিয়েছে।
এনডিটিভি আরও জানায়, পুতিনের সঙ্গে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল ভারত এসেছে। রাশিয়া–ভারত দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হওয়ায় বাণিজ্য ঘাটতি কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে রুশ প্রতিনিধিদের।
ডেস্ক রিপোর্ট