যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মালিকানা বদলের প্রক্রিয়ায় প্রবেশ করেছে। দৈনিক ডেইলি মেইল-এর মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিএমজিটি) প্রায় ৫০ কোটি পাউন্ড বা ৬৫ কোটি ডলারে পত্রিকাটি কেনার চুক্তিতে পৌঁছেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এর মাধ্যমে ব্রিটিশ মিডিয়া বাজারের একটি বড় লেনদেন চূড়ান্তের পথে।
রয়টার্স ও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স দীর্ঘদিন ধরে দ্য টেলিগ্রাফ অধিগ্রহণের চেষ্টা করলেও সম্প্রতি তারা আলোচনায় থেকে সরে দাঁড়ায়। এর ঠিক এক সপ্তাহের মধ্যেই ডিএমজিটির সঙ্গে একক আলোচনার ভিত্তিতে চুক্তি চূড়ান্তে অগ্রগতি দেখা যায়।
ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম আগের ব্যয়ের মূল্য পরিশোধ নিশ্চিত করতেই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। লেনদেনে যুক্ত পক্ষগুলো ইতোমধ্যে শর্তাবলি চূড়ান্তকরণ ও নথিপত্র প্রস্তুতের কাজে একক আলোচনার পর্যায়ে রয়েছে। দ্রুতই এই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র জানান, ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই চুক্তিতে পৌঁছাতে দ্রুত কাজ করছে এবং বিষয়টি শিগগিরই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দাখিল করা হবে। তবে মালিকানা হস্তান্তর নিয়ে দ্য টেলিগ্রাফ এখনো কোনো মন্তব্য করেনি।
ডেস্ক রিপোর্ট