বারা জেলার সিমারা এলাকায় বুধবার জেন জেড আন্দোলনকারীদের একটি মিছিলের মুখোমুখি হয় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল সমর্থকদের মিছিল। অল্প সময়ের মধ্যেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা বিমানবন্দর সংলগ্ন এলাকায়ও ছড়িয়ে পড়ে। উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন সঙ্গে সঙ্গে কারফিউ জারি করে। দেশটির পুলিশ মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং কেউ গুরুতর আহত হয়নি।
রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা জরুরি। কার্কি আরও জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক নেতাদের নিরাপদ চলাচল ও নির্বাচনী পরিবেশকে ন্যায়সংগত ও ভীতিমুক্ত রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার তিনি ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি জানান, নেপালকে এমন একটি হাতে তুলে দিতে চান যারা নতুন প্রজন্মকে সামনে রেখে দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দিতে সক্ষম।
ডেস্ক রিপোর্ট