ঢাকা , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে তেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘন ধোঁয়ায় ঢেকে গেল রাজধানী তুরস্ক–সিরিয়া সামরিক চুক্তি: আঞ্চলিক প্রভাব বাড়াতে নতুন কৌশল মাইক্রোসফট–ইসরায়েল চুক্তি নিয়ে বিতর্ক: ক্লাউড প্রযুক্তি সহযোগিতা নাকি নজরদারি কেলেঙ্কারি? আফ্রিকায় তুরস্কের ‘বায়রাকতার কূটনীতি’: সেনেগালে ড্রোন কারখানা, বাড়ছে আঙ্কারার প্রভাব মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ এক কর্মচারী হাসপাতালে অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানের মালিক ও তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর ওয়াশিংটনে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক সোমবার: ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা শিক্ষা ও সেবা হাসপাতাল পৃথকীকরণে সরকারের উদ্যোগ: চিকিৎসা খাতে নতুন সংস্কারের পরিকল্পনা মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ নিয়ে বিতর্ক, বাড়ছে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ বিদেশি রোগী আকর্ষণে প্রাইভেট হাসপাতালে সেবার মান উন্নয়নের আহ্বান

সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাবনা বিশাল, পাঁচ বছরে বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা: বিডা চেয়ারম্যান

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫২:১০ পূর্বাহ্ন
সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাবনা বিশাল, পাঁচ বছরে বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা: বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বব্যাপী বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও এ খাতে তেমনভাবে এগোতে পারেনি। তবে সম্ভাবনাময় এই প্রযুক্তিনির্ভর শিল্পে বিশ্ববাজার ধরতে বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী পাঁচ বছরে সেমিকন্ডাক্টর খাতে কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সেমিকন্ডাক্টর শিল্পের বিশ্ববাজার প্রায় ৬০০ বিলিয়ন ডলার, অথচ বাংলাদেশ সেখানে অবদান রাখতে পারছে মাত্র ৬ মিলিয়ন ডলার। অথচ দেশের তরুণ মেধাবীরা বিদেশে গিয়ে এ খাতে দক্ষতার সঙ্গে কাজ করছেন। সরকার সঠিক উদ্যোগ নিলে দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং শিল্প গড়ে তোলা সম্ভব।”

তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। এ লক্ষ্যে ব্যবসায়ী, সরকার ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি যেখানে ঘাটতি থাকবে সেখানে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বিনিয়োগ আকর্ষণে বিশ্ববাজারের সঙ্গে কানেকটিভিটি বাড়ানো এবং প্রয়োজনে বিদেশি দক্ষ জনবল নিয়োগের কথাও বলেন তিনি। একই সঙ্গে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে এ খাতের উন্নয়নে ২৩টি সুপারিশ জমা দেওয়া হয়েছে।

বিডা চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্পে সক্ষমতা বাড়ানো গেলে বিদেশি বিনিয়োগ আসবে এবং বাংলাদেশ এই বৈশ্বিক শিল্পে একটি শক্ত অবস্থান নিতে পারবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তঃদেশীয় মানবপাচার চক্র

ভারতের হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তঃদেশীয় মানবপাচার চক্র