
সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বব্যাপী বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও এ খাতে তেমনভাবে এগোতে পারেনি। তবে সম্ভাবনাময় এই প্রযুক্তিনির্ভর শিল্পে বিশ্ববাজার ধরতে বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী পাঁচ বছরে সেমিকন্ডাক্টর খাতে কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সেমিকন্ডাক্টর শিল্পের বিশ্ববাজার প্রায় ৬০০ বিলিয়ন ডলার, অথচ বাংলাদেশ সেখানে অবদান রাখতে পারছে মাত্র ৬ মিলিয়ন ডলার। অথচ দেশের তরুণ মেধাবীরা বিদেশে গিয়ে এ খাতে দক্ষতার সঙ্গে কাজ করছেন। সরকার সঠিক উদ্যোগ নিলে দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং শিল্প গড়ে তোলা সম্ভব।”
তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। এ লক্ষ্যে ব্যবসায়ী, সরকার ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি যেখানে ঘাটতি থাকবে সেখানে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বিনিয়োগ আকর্ষণে বিশ্ববাজারের সঙ্গে কানেকটিভিটি বাড়ানো এবং প্রয়োজনে বিদেশি দক্ষ জনবল নিয়োগের কথাও বলেন তিনি। একই সঙ্গে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে এ খাতের উন্নয়নে ২৩টি সুপারিশ জমা দেওয়া হয়েছে।
বিডা চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্পে সক্ষমতা বাড়ানো গেলে বিদেশি বিনিয়োগ আসবে এবং বাংলাদেশ এই বৈশ্বিক শিল্পে একটি শক্ত অবস্থান নিতে পারবে।”