নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন জুলাই ঐক্য।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে সংগঠনটি বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সেখান থেকেই তারা নতুন এই কর্মসূচি ঘোষণা দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো এখনো নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে। তারা বলেন,
“শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হওয়ায় জনগণের ক্ষোভ বাড়ছে। জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়, নির্বাচন হবে কেবল জুলাই সনদের ভিত্তিতে।”
এর আগে সায়েন্সল্যাব মোড় থেকে হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচারের দাবিতে লাঠি মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাহবাগ মোড়ে এসে সমাবেশে পরিণত হয়, যেখানে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার।
ডেস্ক রিপোর্ট