বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে টাইফুনটি লুজন দ্বীপের আওরোরা প্রদেশে স্থলভাগে প্রবেশ করে। প্রবল বাতাস ও টানা বর্ষণে বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ফাং-ওয়ংয়ের প্রভাবে প্রায় পুরো ফিলিপাইন জুড়েই ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। উদ্ধারকর্মীরা উপকূলীয় অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ ও সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন ফিলিপাইনজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। টানা দুই ঘূর্ণিঝড়ে দেশটির দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
ডেস্ক রিপোর্ট