সুপার টাইফুন ফাং-ওয়ংয়ের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন, ১০ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৪৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৪৩:২৩ অপরাহ্ন
সুপার টাইফুন ফাং-ওয়ং আজ রোববার ফিলিপাইনের পূর্ব উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির তাণ্ডবে এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 
বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে টাইফুনটি লুজন দ্বীপের আওরোরা প্রদেশে স্থলভাগে প্রবেশ করে। প্রবল বাতাস ও টানা বর্ষণে বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তর জানায়, ফাং-ওয়ংয়ের প্রভাবে প্রায় পুরো ফিলিপাইন জুড়েই ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। উদ্ধারকর্মীরা উপকূলীয় অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ ও সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।
 
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন ফিলিপাইনজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। টানা দুই ঘূর্ণিঝড়ে দেশটির দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]