ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানের মালিক ও তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর ওয়াশিংটনে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক সোমবার: ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা শিক্ষা ও সেবা হাসপাতাল পৃথকীকরণে সরকারের উদ্যোগ: চিকিৎসা খাতে নতুন সংস্কারের পরিকল্পনা মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ নিয়ে বিতর্ক, বাড়ছে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ বিদেশি রোগী আকর্ষণে প্রাইভেট হাসপাতালে সেবার মান উন্নয়নের আহ্বান নিজের নয়, জনগণের দাবিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন: ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সতর্কবার্তা রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই জাতীয় সনদের খসড়া, সংস্কার ও অঙ্গীকার নিয়ে ঐকমত্য বাগমারায় এক চক্রের জুলুম নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান: অস্ত্র-বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

আশুরার তাৎপর্য ও রোজা পালন

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:২৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:২৪:১৯ অপরাহ্ন
আশুরার তাৎপর্য ও রোজা পালন ছবি: সংগৃহীত
আশুরা, অর্থাৎ আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ, ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। হাদিসে এসেছে, এই দিনে মহান আল্লাহ তায়ালা আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, জান্নাত-জাহান্নামসহ সমস্ত সৃষ্টিজগতের সূচনা করেন।
 
আশুরা শব্দটি আরবি ‘আশারা’ (অর্থ: দশ) থেকে এসেছে। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের দশম দিনকে পবিত্র আশুরা বলা হয়। এ দিনে অনেক ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছে, যেমন—মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউন থেকে মুক্তি লাভ।
 
রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরতের পর দেখতে পান, ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। কারণ, এই দিনে মুসা (আ.) ও তাঁর জাতিকে ফেরাউন থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এ রোজা রাখাকে কৃতজ্ঞতা প্রকাশ হিসেবে দেখা হয়। নবীজি (সা.) তখন বলেন, “মুসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আমরা তাদের চেয়ে বেশি হকদার।” এরপর তিনি নিজেও রোজা পালন করেন এবং সাহাবাদেরও তা করতে উৎসাহিত করেন।
 
তবে মুসলমানদের রোজা যেন ইহুদিদের সঙ্গে মিল না হয়ে যায়, সে জন্য তিনি ১০ মহররমের সঙ্গে ৯ অথবা ১১ মহররম মিলিয়ে দুটি রোজা পালনের নির্দেশ দেন।
 
রোজা পালনের সঠিক নিয়ম হলো:
১. মহররমের ৯ ও ১০ তারিখ
অথবা
২. ১০ ও ১১ তারিখ
 
উল্লেখ্য, ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ১০ মহররম পড়েছে রোববার ৬ জুলাইয়ে। তাই রোজা পালনের সুন্নত হবে শনিবার (৫ জুলাই) ও রোববার (৬ জুলাই), অথবা রোববার ও সোমবার (৭ জুলাই)।
 
আশুরার রোজা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অতীত বছরের গুনাহ মাফের ফজিলত লাভ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি

অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি