ছয়বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করা খ্যাতিমান কারি, হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই প্রতিভাবান হাফেজ। তার মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে ব্যপ্ত হয় শোকের ছায়া।
কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রামের মাওলানা বদিউল আলমের সন্তান ত্বকী ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় পারদর্শী ছিলেন। মারকাযুত তাহফিজ, ঢাকা থেকে তিনি হিফজ সম্পন্ন করেন এবং এখান থেকেই একাধিকবার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয় লাভ করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।
মাত্র ১৭ বছর বয়সে ত্বকী ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে আয়োজিত প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন তিনি, যা বাংলাদেশের জন্য গর্বের অর্জন। দেশেও তিনি এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।
২০০০ সালে জন্ম নেওয়া এই তরুণ প্রতিযোগী ছিলেন এক অনন্য প্রতিভার প্রতিচ্ছবি। পিতা মাওলানা বদিউল আলম, যিনি নিজেও মাদরাসা শিক্ষক, ছেলের এমন অকাল প্রয়াণে শোকে ভেঙে পড়েছেন।
মঙ্গলবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জানাজা এবং বাদ এশা কুমিল্লার নিজ এলাকা ডালপায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। হাফেজ ত্বকীর ইন্তেকালে কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজীসহ দেশজুড়ে আলেম ও ইসলামপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট