বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কি না—এই প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বিষয়ে জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দলের এক কর্মসূচিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তার জন্য অপেক্ষা করুন। আমরা যেসব বিষয়ে মত দিয়েছি, নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো সনদে অন্তর্ভুক্ত করা হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল (১৭ অক্টোবর) সবকিছু পরিষ্কার হবে।”
মির্জা ফখরুল আরও বলেন, “সংস্কার ইস্যুতে বিএনপি সবসময়ই ইতিবাচক অবস্থানে রয়েছে। যদি আমাদের প্রস্তাবিত সংশোধনাগুলো অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমরা সনদে স্বাক্ষর করব। গণভোটের বিষয়টি বিএনপি ইতোমধ্যে মেনে নিয়েছে। তাই একটু ধৈর্য ধরুন, কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন।”
বিএনপি মহাসচিবের এই বক্তব্যে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে—দলটি শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে কি না, তা জানতে এখন অপেক্ষা আগামী দিনের।
ডেস্ক রিপোর্ট