ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম ডিএনসিসির উদ্যোগে ঢাকায় ১,৫০০ একর পার্ক ও জলাধার সংরক্ষণের পদক্ষেপ ঝিলমিল প্রকল্পে নিয়মবহির্ভূত প্লট বাতিল: সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালক তালিকায় বৈধতা ছাড়া নির্বাচনের অর্থ নেই: ড. মুহাম্মদ ইউনূস নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু: আইএসপিআর বেগম জিয়ার জন্মদিনে জাবি ছাত্রদলের দোয়া মাহফিল: আলোচনায় সিনিয়র নেতৃবৃন্দের অনুপস্থিতি বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে ক্যাম্পাস ছাড়া জাবি ছাত্রদলের সুপার ফাইভ: পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন জাবিতে নতুন শর্তে পোষ্য ভর্তি, ২১ সেপ্টেম্বর শুরু ক্লাস ইসলামী ছাত্রশিবির সংবাদ সম্মেলনে উপস্থাপন করলো শিক্ষা সংস্কারের ৩০ দফা প্রস্তাবনা রোহিঙ্গাদের বিরুদ্ধে আরাকান আর্মির নতুন মাত্রার নির্যাতন: গ্রাম ঘিরে উচ্ছেদ ও মানবাধিকার লঙ্ঘন রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, কাতার ও বাংলাদেশের যৌথ আন্তর্জাতিক উদ্যোগ ইসরায়েলি সেনাপ্রধান অনুমোদিত গাজা শহর দখলের তিন ধাপে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে অভিজ্ঞ কূটনীতিকের অভাব, মস্কো আলোচনা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ ইজ্জুদ্দিন আল-কাসসামের কবর ধ্বংসের দাবি তুললেন ইসরায়েলি মন্ত্রী বেন গভির ট্রাম্প রাশিয়াকে বিরল খনিজ প্রস্তাব দেয়ার কথা ভাবছেন গাজা আক্রমণের পর ইসরায়েলে কর্মসংস্থানে ভারতীয়দের প্রবেশ বৃদ্ধি, স্থানীয় ফিলিস্তিনি শ্রমিকদের স্থান সংকুচিত গাজার অবরোধ ভাঙতে শুরু হচ্ছে বৃহৎ আন্তর্জাতিক সামুদ্রিক কাফেলা অভিযান নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ধারণায় দৃঢ় সমর্থন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা ডিএমপির সব থানায় ঘরে বসেই অনলাইন জিডি সেবা চালু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার

এনবিআর সংকট সমাধানে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩৩:১০ অপরাহ্ন
এনবিআর সংকট সমাধানে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তবে কমিটিতে কারা আছেন এবং কমিটির কার্যপরিধি কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, এনবিআর কীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে কমিটি আলাপ-আলোচনা করবে। তারা সবার কথা শুনবে। 

৫ সদস্যের কমিটিতে কারা আছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, কমিটিতে কারা আছেন, তাদের নাম আমি এখন বলব না। 

এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক, যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ওটা আমার কনসার্ন ডিপার্টমেন্ট না।  

এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শেষ হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, আইসিসিবির সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, এমসিসিআইর সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতির তাসকিন আহমেদ প্রমুখ। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম