এই প্রকল্পকে ঘিরে চলছে তীব্র প্রতিযোগিতা। মার্কিন প্রতিরক্ষা শিল্পের দুই প্রধান প্রতিষ্ঠান বোয়িং ও নর্থরপ গ্রুম্যান বিলিয়ন ডলারের এই চুক্তি অর্জনের জন্য লড়াই করছে। লক্ষ্য হলো নৌবাহিনীর বহরে বর্তমানে ব্যবহৃত F/A-18 সুপার হর্নেট ধীরে ধীরে প্রতিস্থাপন করা।
প্রকল্পের বিজয়ী ঠিকাদারের নাম চলতি সপ্তাহেই ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া ও প্রযুক্তিগত পর্যালোচনার কারণে সামান্য বিলম্ব ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মার্কিন নৌবাহিনীর ভবিষ্যৎ আকাশযুদ্ধ কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।