ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১টার দিকে, যখন কাম এয়ারলাইনসের আরকিউ-৪৪০১ ফ্লাইটটি কাবুল থেকে দিল্লিতে অবতরণ করে। বিমানটি অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা উড়োজাহাজের আশেপাশে এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে এয়ারলাইনসের কর্মীরা কুন্দুজ শহরের ওই কিশোরকে আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, কৌতূহলের বশে সে সবার চোখ ফাঁকি দিয়ে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ে এবং বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারে উঠে বসে। কর্মকর্তারা জানান, এত উচ্চতায় তীব্র ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে তার মৃত্যুও হতে পারত। জিজ্ঞাসাবাদের পর তাকে সেদিনই ফিরতি ফ্লাইটে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। তল্লাশির সময় বিমানটির ল্যান্ডিং গিয়ার থেকে তার ফেলে যাওয়া একটি লাল রঙের ছোট স্পিকার খুঁজে পাওয়া যায়। বিমানটিকে নিরাপদ ঘোষণা করার পর সেটি পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়।
আফগান কিশোরের অবিশ্বাস্য যাত্রা: বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি
- আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:১৬:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:২৭:২৫ পূর্বাহ্ন

এক ১৩ বছর বয়সী আফগান কিশোর অবিশ্বাস্যভাবে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে লুকিয়ে কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত প্রায় দুই ঘণ্টার পথ পাড়ি দিয়েছে। রবিবার সকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অক্ষত অবস্থায় অবতরণ করে সে, যা সংশ্লিষ্ট সকলকে হতবাক করে দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থাগুলো সরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ