বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সাঈদ ইসমাইলির যাত্রা ছিল অনবদ্য। প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে তিনি সার্বিয়ার সেবাস্তিয়ান নাদকে ৯-০ স্কোরে পরাজিত করেন। এরপর কোয়ার্টার ফাইনালে তিনি উজবেকিস্তানের শারমুখামেদ শ্রিভজানোভ এবং সেমিফাইনালে নরওয়ের হাওয়ার্ড জর্গেনসেনকে একই ব্যবধানে, অর্থাৎ ৮-০ স্কোরে হারিয়ে দেন। ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে ইসমাইলি রাশিয়ার ড্যানিল আগায়েভকে ১০-০ স্কোরে পরাজিত করেন। ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তিনি ২-১ স্কোরে হাসরাত জাফারভকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন, যা ইরানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের জয়জয়কার: সাঈদ ইসমাইলির স্বর্ণপদক
- আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:০৮:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:২৭:৩৩ পূর্বাহ্ন

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জিতেছেন ইরানের কুস্তিগীর সাঈদ ইসমাইলি। ৬৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে তিনি আজারবাইজানের হাসরাত জাফারভকে ২-১ স্কোরে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। এই জয়ের ফলে ইরান পদক তালিকার শীর্ষে উঠে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ