বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের জয়জয়কার: সাঈদ ইসমাইলির স্বর্ণপদক

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:০৮:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:২৭:৩৩ পূর্বাহ্ন
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জিতেছেন ইরানের কুস্তিগীর সাঈদ ইসমাইলি। ৬৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে তিনি আজারবাইজানের হাসরাত জাফারভকে ২-১ স্কোরে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। এই জয়ের ফলে ইরান পদক তালিকার শীর্ষে উঠে এসেছে।
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সাঈদ ইসমাইলির যাত্রা ছিল অনবদ্য। প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে তিনি সার্বিয়ার সেবাস্তিয়ান নাদকে ৯-০ স্কোরে পরাজিত করেন। এরপর কোয়ার্টার ফাইনালে তিনি উজবেকিস্তানের শারমুখামেদ শ্রিভজানোভ এবং সেমিফাইনালে নরওয়ের হাওয়ার্ড জর্গেনসেনকে একই ব্যবধানে, অর্থাৎ ৮-০ স্কোরে হারিয়ে দেন। ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে ইসমাইলি রাশিয়ার ড্যানিল আগায়েভকে ১০-০ স্কোরে পরাজিত করেন। ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তিনি ২-১ স্কোরে হাসরাত জাফারভকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন, যা ইরানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]