গাজা সিটিতে ইসরাইলের সর্বশেষ স্থল অভিযানকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যায়িত করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি আশঙ্কা জানিয়েছে, এ হামলায় চলমান মানবিক সংকট আরও গভীর হবে এবং বন্দিদের নিরাপদ মুক্তিও নতুন করে ঝুঁকির মুখে পড়বে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কানাডা ইসরাইলকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায়। সেখানে বলা হয়, দেশটি তাত্ক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা এবং গাজার সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার দাবিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে রয়েছে।
একইদিন ইসরাইলি সেনাবাহিনীর নতুন হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, গাজা সিটির দখল নিশ্চিতের অংশ হিসেবে সেনারা স্থল অভিযানের শেষ পর্যায়ে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। এতে জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। তবে কার্যত গোটা এলাকাতেই কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু।