ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারায় এক চক্রের জুলুম নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান: অস্ত্র-বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুইজন গ্রেপ্তার চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইন চালু: বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: ফলপ্রসূ দাবি, ইউক্রেন যুদ্ধবিরতিতে চুক্তি নেই মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম ডিএনসিসির উদ্যোগে ঢাকায় ১,৫০০ একর পার্ক ও জলাধার সংরক্ষণের পদক্ষেপ ঝিলমিল প্রকল্পে নিয়মবহির্ভূত প্লট বাতিল: সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালক তালিকায় বৈধতা ছাড়া নির্বাচনের অর্থ নেই: ড. মুহাম্মদ ইউনূস নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু: আইএসপিআর বেগম জিয়ার জন্মদিনে জাবি ছাত্রদলের দোয়া মাহফিল: আলোচনায় সিনিয়র নেতৃবৃন্দের অনুপস্থিতি বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে ক্যাম্পাস ছাড়া জাবি ছাত্রদলের সুপার ফাইভ: পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন জাবিতে নতুন শর্তে পোষ্য ভর্তি, ২১ সেপ্টেম্বর শুরু ক্লাস ইসলামী ছাত্রশিবির সংবাদ সম্মেলনে উপস্থাপন করলো শিক্ষা সংস্কারের ৩০ দফা প্রস্তাবনা রোহিঙ্গাদের বিরুদ্ধে আরাকান আর্মির নতুন মাত্রার নির্যাতন: গ্রাম ঘিরে উচ্ছেদ ও মানবাধিকার লঙ্ঘন রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, কাতার ও বাংলাদেশের যৌথ আন্তর্জাতিক উদ্যোগ ইসরায়েলি সেনাপ্রধান অনুমোদিত গাজা শহর দখলের তিন ধাপে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে অভিজ্ঞ কূটনীতিকের অভাব, মস্কো আলোচনা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ ইজ্জুদ্দিন আল-কাসসামের কবর ধ্বংসের দাবি তুললেন ইসরায়েলি মন্ত্রী বেন গভির ট্রাম্প রাশিয়াকে বিরল খনিজ প্রস্তাব দেয়ার কথা ভাবছেন

বাগমারায় এক চক্রের জুলুম নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৬:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:০৪:৩৩ অপরাহ্ন
বাগমারায় এক চক্রের জুলুম নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ছবি স্বত্ত্ব : প্রতিবেদক
প্রতিবেদক: এম.এ.হাবীব জুয়েল,প্রধান উপদেষ্টা: রাজশাহী পদ্মা প্রেসক্লাব,রাজশাহী।

রাজশাহী বাগমারার সাধারণ মানুষের মুখে মুখে এখন, ক্যাসিনো সম্রাট ফিরোজের নাম। জিরো থেকে হিরো এবং অল্প সময়ে আওয়ামীলীগের ছত্রছায়ায় কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে ওঠা, কে এই ক্যাসিনো সম্রাট ফিরোজ? ২০২১ সালে দিনমজুর ও পরে অটোরিক্সা চালক থেকে ঋণের দায়ে ঢাকায় পলাতক ছিলেন ফিরোজ। তবে, ২০২২ সালে রাতারাতি কোটিপতি হয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার শিরোনাম হয়ে আছেন, এই ক্যাসিনো ফিরোজ। 
 
কমপক্ষে অর্ধশত পত্রিকায় সংবাদের শিরোনাম হয়েছেন, ক্যাসিনো সম্রাট ফিরোজ। তবে ক্যাসিনো সম্রাট ফিরোজ পরবর্তীতে, তার ভায়রা বাগমারা ১২নং ঝিকড়া ইউপি’র পিরুলীসেন পাড়া— গ্রামের মৃত জব্বার আলীর পুত্র, সর্বহারার গ্রুপ লিডার শহিদকে একটি গাড়ি উপহার দেয়। যার ফলে ক্যাসিনো সম্রাট ফিরোজের তৈরী হয়, একটি সন্ত্রাসী বলয়। এই দিকে অবৈধ টাকাকে বৈধ রুপ দেওয়ার জন্য, টাকার বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের স্থানীয় এমপি আবুল কালাম আজাদের প্রধান ও অন্যতম সহযোগী হয়ে যান, ক্যাসিনো সম্রাট ফিরোজ ও সর্বহারা গ্রুপের লিডার শহীদ।
 
তবে ক্যাসিনো সম্রাট ফিরোজ ও সর্বহারা গ্রুপের লিডার শহীদ কর্তৃক অত্যাচারিত স্থানীয় এলাকাবাসী, প্রধানমন্ত্রীর দফতরসহ প্রশাসনিক সকল দপ্তরে ক্যাসিনো সম্রাট ফিরোজ ও সর্বহারা গ্রুপের লিডার শহীদের বিরুদ্ধে অভিযোগ দিলেও ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তবে, সব কিছুই রফাদফা হয়েছে টাকার বিনিময়ে । এর ফলে তারা আরো বেশি বেপরোয়া হয়ে যায়। 
 
অন্যদিকে, ক্যাসিনো ফিরোজ ও সর্বহারা শহীদ ২০২৪ সালের ৫ই আগস্ট ভবানীগন্জ বাজারে, ছাএ-জনতার উপর হামলা করে। গণঅভ্যুত্থানের পর, গা ঢাকা দিয়ে ঢাকাতে আত্মগোপন করে কিছু দিন পরে, স্থানীয় আমির চক্রকে টাকা দিয়ে এলাকায় আসে, সর্বহারা শহিদ। 
 
এরপরে যৌথ বাহিনীর অভিযানের সময়, আবার গা ঢাকা দেয় সর্বহারার লিডার শহীদ। কিছুদিন পরে এলাকায় এসে, আমির চক্রের সহিত টাকার বিনিময়ে রফাদফা করে গত রোজার ঈদের সময়কালিন। ক্যাসিনো সম্রাট ফিরোজকে নিয়ে আসেন এলাকায়, এমনকি বডিগার্ড হিসেবেও কাজ করে এই চক্র। 
 
অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী বাগমারা উপজেলার ১২ নং ঝিকরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা তারেক জিয়া প্রজন্মের সদস্যপদে থাকা, এবং বাগমারা থানা এলাকার গরু চোরের সক্রিয় অন্যতম সদস্য আমির চক্রের ক্ষমতার দাপটে এখনো বহাল তবিয়তে রয়েছেন, এই ক্যাসিনো সম্রাট ফিরোজ ও সর্বহারার লিডার শহীদ চক্র । 
 
তবে অনুসন্ধানে আরোও জানা গেছে, ২০০৪ সালের ঘটনা দেখিয়ে ২০০৯ সালে আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগের সুনজরে থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছিল, এই আমির চক্রটি ।
 
তবে সুগভীর অনুসন্ধানে আরো জানা যায়, কৃষক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সদস্য আমিরের বিরুদ্ধে বাগমারা থানায় গরু চোরের তালিকায় ১ নং নাম আমির চোরা ও তার ছেলে সোহাগ । এলাকায় চাঁদাবাজি, চুরি, মোটরসাইকেল চুরি, ছিনতাই, মানুষ খুন, জমি দখলসহ অসংখ্য মামলা রয়েছে। 
 
স্থানীয় এলাকাবাসীরা জানায়, ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামীগের ক্যাসিনো সম্রাট ফিরোজ অনলাইন প্রতারণামুলক এপস ‘এমটিএফই ’ এর মাধ্যমে বাগমারার কালীগন্জ বাজারসহ পুরো রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলার যুব সমাজের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 
 
কিন্তু সে সময়, আওয়ালীগের ছত্র ছায়াই থাকায়— প্রাণ ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। এই চক্রের বিরুদ্ধে ইতিপূর্বে চাঁদাবাজী, হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে। এমনকি কিছু মামলা, টাকার বিনিময়ে বাদীকে ম্যানেজ করে মিমাংসা করেছে বলেও প্রমান পাওয়া যায়। এছাড়া, ভুক্তভোগীগণ টাকা ফেরত চাইলে প্রান নাশের হুমকি দেয় এই চক্র। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই প্রতারণার টাকা, ক্যাসিনো সম্রাট ফিরোজের কাছে প্রতারিত হওয়া টাকা ফেরত চাইলে; টাকা দিতে অস্বীকার করেছেন বলে তথ্য প্রমান পাওয়া যায়।  
 
বর্তমানে এই আমির চক্রটি, ঝিকরা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, অটো-টেম্পু স্ট্যান্ড, অবৈধ টোল, অবৈধ পুকুর খনন সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে এবং ৫ আগষ্টের দিন থেকে কালীগঞ্জ বাজারে ১০০ টি দোকান থাকলে ৯৫ টি দোকান থেকে চাঁদা নিয়েছে এবং সাধারণ মানুষের বাড়ীতে আগুন লাগিয়ে দিবে, পুকুরে-দিঘিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলার হুমকি দিয়ে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে  চাঁদা নিয়েছে বলে, গোপন অনুসন্ধানে তা জানা যায় । 
 
ভাড়াটিয়া খুনি হিসেবে পরিচিত, এই চক্রটির বিরুদ্ধে সহজে মুখ খুলতে চান না এলাকাবাসী। কেননা, এদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই নেমে আসে তার ওপর ভয়াবহ দুর্ভোগ। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ করলেই, অভিযোগকারীর উপরে হামলা করা হয়, কিংবা কখনো কখনো মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়, এমনকি প্রকাশ্য দিবালোকেও ইজ্জত হরণ করেন। এদের বিভিন্ন অপকর্মের পেছনে রয়েছে, ক্যাসিনো সম্রাট ফিরোজ ও সর্বহারা শহিদ চক্রের হাত এমনকি অবৈধ অর্থের জোগানও দেন এই চক্র, স্হানীয় এলাকার শিক্ষকসহ গন্যমান্য ব্যাক্তিদেরকেও ইতিপূর্বে বিভিন্ন ভাবে মারধর ও হয়রানির বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু আমির চক্রের কারনে মান সম্মানের ভয়ে, কেউই প্রকাশ্যে মুখ খুলছে না ।
 
তবে বিশেষভাবে উল্লেখ্য যে, এই চক্রের সাথে ফ্যাসিস্ট সরকারের সখ্যতার প্রমাণ রয়েছে, খোদ ফেসবুকে। যদিও বর্তমানে ফেসবুক থেকে এই চক্রটি ফ্যাসিস্ট সরকারের সাথে সংশ্লিষ্ট সকল ছবি হাইড করে দিয়েছে, তারপরেও তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ছবিগুলোকে বের করা সম্ভব হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিল্প খাতের যন্ত্রপাতি আমদানি কমছে, রপ্তানিমুখী খাত ছাড়া অন্যান্য খাতের মন্দা অব্যাহত

শিল্প খাতের যন্ত্রপাতি আমদানি কমছে, রপ্তানিমুখী খাত ছাড়া অন্যান্য খাতের মন্দা অব্যাহত