জুলাই সনদকে নির্বাচিত সরকারের মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি, নইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ডা. তাহের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত ও প্রস্তাব দিয়েছে এবং প্রায় সর্বসম্মতি অর্জিত হয়েছে। তবুও একটি দল এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে, যা সৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ নয়।
রকারের বক্তব্য ও বাস্তবায়নের মধ্যে ফারাক থাকলে গণতন্ত্র ও জনগণের আস্থা ক্ষুণ্ণ হয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে তারাই, যারা সংস্কারের নামে বিলম্ব করছে। প্রধান উপদেষ্টার মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা, আর সেটিই এখন জনগণের প্রধান দাবি। তার মতে, নির্বাচনের জন্য প্রথম সংস্কার হওয়া উচিত সরকারের মন্ত্রী ও উপমন্ত্রীর পদে; দেশের মানুষ ৫৪ বছরে প্রকৃত অর্থে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন দেখেনি।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণের মতামতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি প্রস্তাব করেন, আগামী জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে আয়োজন করা উচিত।