ড্যাবের নির্বাচনে জয়লাভ করা হারুন-শাকিল পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল চিকিৎসক এক পরিবারের মতো এবং এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার। নির্বাচিত নেতারা জানিয়েছেন, স্বাস্থ্য খাতকে গুণগত পরিবর্তনের মাধ্যমে গণমুখী, গবেষণাধর্মী এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে পুনর্গঠন করবেন।
এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের কাঠামোর ৩১ দফার ২৬ নম্বর দফার প্রতিফলন ঘটানো হবে। তাদের লক্ষ্য দেশের স্বাস্থ্যখাতকে লন্ডনের এনএইচএস (NHS) মডেলের মতো আধুনিক, কার্যকর ও সেবা মুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা। এই উদ্যোগের মাধ্যমে ড্যাব দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগ্রহী।
নেতারা নির্বাচনের পর সকল সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।