ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, কঠোর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সিইসির মানবসেবা সমাজে ঐক্য ও সহমর্মিতা গড়ে তোলে: ধর্ম উপদেষ্টা ড. খালিদ রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরাকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা ও আন্তর্জাতিক তদন্তের দাবি নাসার স্যাটেলাইটে ধরা পড়ল ইউক্রেনের তেল গুদাম ও কারখানায় অস্বাভাবিক তাপ, আশঙ্কা বিস্ফোরণের যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে ভারতের প্রতিক্রিয়া: অস্ত্র চুক্তি স্থগিত, প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান–আর্মেনিয়া শান্তি ঘোষণাপত্রে স্বাক্ষর ইনস্টাগ্রামে ‘দ্য পিস প্রেসিডেন্ট’ লিখে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প বিদায়ী অর্থবছরের শেষ প্রান্তিকে পোশাক রপ্তানি কমেছে ১১.৯২ শতাংশ ঢাবির হলে ছাত্রদল কমিটি নিয়ে মধ্যরাতের বিক্ষোভ, টিএসসিতে শিক্ষার্থীদের সমাবেশ ঢাবির হলে ছাত্রদল কমিটি বাতিলের দাবি, উমামার হুঁশিয়ারি কঠোর পদক্ষেপের পরিবেশ রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: সেন্টমার্টিনে মহাপরিকল্পনা ও সারা দেশে দূষণ নিয়ন্ত্রণে সরকার গত এক বছরে জনপ্রশাসনে পদোন্নতি ও অবসরে নজিরবিহীন পরিবর্তন হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা, পুলিশের দাবি সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য জামিন আবেদন মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, সহযোগিতা জোরদারে শীর্ষ বৈঠক বিজিবিকে ঘিরে ডেইলি স্টারের ভিডিও প্রতিবেদন: পক্ষপাতদুষ্ট দাবি বাহিনীর ফ্রান্সে ভয়াবহ দাবানল: ৪২ হাজার একর এলাকা পুড়ে ধ্বংস, শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে নতুন জটিলতা: ত্রিপক্ষীয় বৈঠক অনিশ্চিত জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন

ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা শাহজাহানের

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩০:১৪ পূর্বাহ্ন
ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা শাহজাহানের সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতের ঘটনা ভুলে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর মতে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে এবং দলের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই ধৈর্য ও ঐক্য বজায় রেখে এসব অপচেষ্টা মোকাবিলা করতে হবে।
 

শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কৃষকদলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 

মোহাম্মদ শাহজাহান বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান, যিনি সম্মানিত জীবনযাপন করেছেন। তাঁর মতে, আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাঁকে অসম্মান করতে পারে না; আর মানবসেবার মাধ্যমেই মানুষের মর্যাদা অর্জন সম্ভব।
 

তিনি আরও উল্লেখ করেন, জুলাই-আগস্টে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছিল। ভবিষ্যতে কেউ ধানের শীষ, কেউ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করলেও সবার ঐক্য নিশ্চিত করতে হবে, যাতে দেশে আর ফ্যাসিবাদ ফিরে না আসে।
 

সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল মালেক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৫  সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ: মোবাইল থেকে যেভাবে দেখবেন

২০২৫ সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ: মোবাইল থেকে যেভাবে দেখবেন