ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরাকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা ও আন্তর্জাতিক তদন্তের দাবি নাসার স্যাটেলাইটে ধরা পড়ল ইউক্রেনের তেল গুদাম ও কারখানায় অস্বাভাবিক তাপ, আশঙ্কা বিস্ফোরণের যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে ভারতের প্রতিক্রিয়া: অস্ত্র চুক্তি স্থগিত, প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান–আর্মেনিয়া শান্তি ঘোষণাপত্রে স্বাক্ষর ইনস্টাগ্রামে ‘দ্য পিস প্রেসিডেন্ট’ লিখে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প বিদায়ী অর্থবছরের শেষ প্রান্তিকে পোশাক রপ্তানি কমেছে ১১.৯২ শতাংশ ঢাবির হলে ছাত্রদল কমিটি নিয়ে মধ্যরাতের বিক্ষোভ, টিএসসিতে শিক্ষার্থীদের সমাবেশ ঢাবির হলে ছাত্রদল কমিটি বাতিলের দাবি, উমামার হুঁশিয়ারি কঠোর পদক্ষেপের পরিবেশ রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: সেন্টমার্টিনে মহাপরিকল্পনা ও সারা দেশে দূষণ নিয়ন্ত্রণে সরকার গত এক বছরে জনপ্রশাসনে পদোন্নতি ও অবসরে নজিরবিহীন পরিবর্তন হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা, পুলিশের দাবি সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য জামিন আবেদন মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, সহযোগিতা জোরদারে শীর্ষ বৈঠক বিজিবিকে ঘিরে ডেইলি স্টারের ভিডিও প্রতিবেদন: পক্ষপাতদুষ্ট দাবি বাহিনীর ফ্রান্সে ভয়াবহ দাবানল: ৪২ হাজার একর এলাকা পুড়ে ধ্বংস, শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে নতুন জটিলতা: ত্রিপক্ষীয় বৈঠক অনিশ্চিত জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন, জনসংখ্যা হ্রাসে গভীর সংকটে দেশটি

রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরাকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা ও আন্তর্জাতিক তদন্তের দাবি

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৫৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন
রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরাকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা ও আন্তর্জাতিক তদন্তের দাবি ছবি: সংগৃহীত

আরাকান থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতিনিধি কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাখাইনের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি এবং এর রাজনৈতিক শাখা ‘ইউনাইটেড আরাকান অ্যাসোসিয়েশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছে।
 

মঙ্গলবার এক বিবৃতিতে কমিটি জানায়, আরাকান আর্মি পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অপরাধের মধ্যে রয়েছে নির্বিচারে হত্যা, শিরশ্ছেদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, অপহরণ, নির্যাতন, শিশুদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ, সম্পদ লুট, কবরস্থান ধ্বংস এবং জোরপূর্বক শ্রম আদায়। কমিটির অভিযোগ, এসব কর্মকাণ্ড রোহিঙ্গাদের আতঙ্কিত ও কোনঠাসা করে রাখার কৌশল, যা মিয়ানমার সেনাবাহিনীর অতীত গণহত্যার পুনরাবৃত্তি।
 

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে, আরাকান আর্মিকে ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’-এর আওতায় বিদেশি সন্ত্রাসী সংগঠন অথবা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ১৩২২৪-এর আওতায় ‘বিশ্বব্যাপী স্বীকৃত সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করতে। কমিটির মতে, এ গোষ্ঠীর কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
 

তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছেও এসব অপরাধের অবিলম্বে ও আনুষ্ঠানিক তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রাখাইনে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া এবং লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছে।
 

কমিটির হিসাবে, ২০২৪ সালের মে মাস থেকে এখন পর্যন্ত দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমারের ভেতরে এখনও কয়েক লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যাদের ত্রাণ সহায়তা নেই এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত নাজুক।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ‘বিচার বিলম্বিত হওয়া মানে বিচার অস্বীকার করা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে, এসব অপরাধ বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও নির্ভয়ে জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।’
 

মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটসের সাম্প্রতিক এক তদন্তে বলা হয়েছে, গত দুই বছরে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, হত্যা ও শিরশ্ছেদসহ নানা মানবাধিকার লঙ্ঘন করেছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোষ্ঠীটি বৈষম্য, লুটপাট, আটক, জোরপূর্বক নিয়োগ ও শ্রম আদায়ের মতো গুরুতর অপরাধ চালিয়েছে।

সূত্র: এএনএ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন