ঢাকা , বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবকে ইরানের রাষ্ট্রপতির জাতীয় দিবসের শুভেচ্ছা জীবন দিয়ে সহকর্মীদের বাঁচালেন আবুল ফজল: তেহরানে ইসরায়েলি হামলায় শহীদ আফগান কিশোরের অবিশ্বাস্য যাত্রা: বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের জয়জয়কার: সাঈদ ইসমাইলির স্বর্ণপদক সৌদির সাবেক গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ ইন্তেকাল আইআরজিসির মুখপাত্রের পারমাণবিক প্রতীক বহন ​গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের বৈঠক ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর ফিলিস্তিনের স্বীকৃতি প্রত্যাখ্যান করল ইসরায়েল, বসতি দ্বিগুণ করার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের স্বীকৃতিকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই ইরানে ফুসফুস ক্যান্সারের স্মার্ট ভ্যাকসিন তৈরি, যুগান্তকারী আবিষ্কারের দাবি বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া ও তালেবানের কঠোর জবাব ট্রাম্পের H-1B ভিসা ফি নিয়ে হোয়াইট হাউসের নতুন ব্যাখ্যা: ১ লাখ ডলার বার্ষিক নয়, এককালীন যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা জরিপ বন্ধ ঘোষণা: ট্রম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনে ভাড়াটে যোদ্ধাদের আটকে রাখার অভিযোগ: চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর নরওয়ের ৮৫ বিলিয়ন ক্রোনার সহায়তা নিয়ে সমালোচনা

রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরাকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা ও আন্তর্জাতিক তদন্তের দাবি

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৫৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন
রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরাকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা ও আন্তর্জাতিক তদন্তের দাবি ছবি: সংগৃহীত

আরাকান থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতিনিধি কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাখাইনের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি এবং এর রাজনৈতিক শাখা ‘ইউনাইটেড আরাকান অ্যাসোসিয়েশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছে।
 

মঙ্গলবার এক বিবৃতিতে কমিটি জানায়, আরাকান আর্মি পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অপরাধের মধ্যে রয়েছে নির্বিচারে হত্যা, শিরশ্ছেদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, অপহরণ, নির্যাতন, শিশুদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ, সম্পদ লুট, কবরস্থান ধ্বংস এবং জোরপূর্বক শ্রম আদায়। কমিটির অভিযোগ, এসব কর্মকাণ্ড রোহিঙ্গাদের আতঙ্কিত ও কোনঠাসা করে রাখার কৌশল, যা মিয়ানমার সেনাবাহিনীর অতীত গণহত্যার পুনরাবৃত্তি।
 

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে, আরাকান আর্মিকে ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’-এর আওতায় বিদেশি সন্ত্রাসী সংগঠন অথবা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ১৩২২৪-এর আওতায় ‘বিশ্বব্যাপী স্বীকৃত সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করতে। কমিটির মতে, এ গোষ্ঠীর কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
 

তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছেও এসব অপরাধের অবিলম্বে ও আনুষ্ঠানিক তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রাখাইনে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া এবং লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছে।
 

কমিটির হিসাবে, ২০২৪ সালের মে মাস থেকে এখন পর্যন্ত দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমারের ভেতরে এখনও কয়েক লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যাদের ত্রাণ সহায়তা নেই এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত নাজুক।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ‘বিচার বিলম্বিত হওয়া মানে বিচার অস্বীকার করা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে, এসব অপরাধ বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও নির্ভয়ে জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।’
 

মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটসের সাম্প্রতিক এক তদন্তে বলা হয়েছে, গত দুই বছরে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, হত্যা ও শিরশ্ছেদসহ নানা মানবাধিকার লঙ্ঘন করেছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোষ্ঠীটি বৈষম্য, লুটপাট, আটক, জোরপূর্বক নিয়োগ ও শ্রম আদায়ের মতো গুরুতর অপরাধ চালিয়েছে।

সূত্র: এএনএ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন