ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ পল্লবীতে ভিডিও প্রদর্শনী চলাকালে দুই বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’ ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ভেনেজুয়েলা বলল — যুক্তরাষ্ট্রের কোনো হামলা সামলাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ঢাকায় ককটেল হামলা: সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের কঠোর পদক্ষেপ ৭,১৫০ কোটি টাকায় একনেকে ১২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দায়িত্বশীলতা জরুরি: কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি: এটুআই-এর সঙ্গে নতুন প্রশিক্ষণ উদ্যোগ শীতে অগ্নিকাণ্ড ঝুঁকি বাড়ায় দেশজুড়ে ফায়ার সার্ভিসের সচেতনতা অভিযান

বিজিবিকে ঘিরে ডেইলি স্টারের ভিডিও প্রতিবেদন: পক্ষপাতদুষ্ট দাবি বাহিনীর

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১১:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১১:২৬:৪৯ অপরাহ্ন
বিজিবিকে ঘিরে ডেইলি স্টারের ভিডিও প্রতিবেদন: পক্ষপাতদুষ্ট দাবি বাহিনীর
জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে রামপুরায় ঘটে যাওয়া ঘটনার ভিডিও বিশ্লেষণ নিয়ে তৈরি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদনকে ‘একপেশে’ ও ‘ভিউ-ভিত্তিক’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটি দাবি করেছে, আংশিক তথ্য, অনুমাননির্ভর উপস্থাপনা ও প্রাসঙ্গিক প্রমাণের অভাবে সংবাদটি পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর।
 
শুক্রবার (৮ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো একটি লিখিত ব্যাখ্যায় বিজিবি জানায়, প্রতিবেদনটি ২০২৪ সালের ১৯ জুলাইয়ের সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ করা হলেও এতে বাহিনীটিকে একতরফাভাবে দোষারোপ করা হয়েছে। প্রতিবেদনে ব্যবহার করা ফুটেজ ও বর্ণনাকে বিজিবি ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে।
 
প্রতিবেদনে যুক্ত করা টেক গ্লোবাল ইনস্টিটিউটের ফরেনসিক বিশ্লেষণেও যে বিভিন্ন বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন, তার পরিপূর্ণ বিবরণ নেই বলেও অভিযোগ করেছে বিজিবি। তাদের দাবি, ভিডিওতে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা গুলি ছুড়েছেন, তারা ঠিক কোন বাহিনীর সদস্য—সে বিষয়ে স্পষ্টতা নেই।
 
বিজিবি আরও জানায়, ওইদিন রামপুরায় শুধু তারাই নয়, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরাও অভিযানে অংশ নেন। কিন্তু প্রতিবেদনে কেবল বিজিবিকে দায়ী করাটা প্রমাণ করে, এটি পূর্বপরিকল্পিতভাবে নির্মিত একটি পক্ষপাতদুষ্ট প্রতিবেদন।
 
লিখিত ব্যাখ্যায় বিজিবি উল্লেখ করে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিজিবি মোতায়েন করা হয়। প্রতিবেদনে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতির দাবি অপ্রমাণিত ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি বলে জানায় বাহিনীটি।
 
প্রতিবেদনের আরেকটি অংশে ৯৭২ রাউন্ড গুলি ছোড়ার দাবি করা হলেও বিজিবির ভাষ্য অনুযায়ী, এর বেশিরভাগই ছিল ধ্বংসপ্রাপ্ত যানবাহনের গোলাবারুদ ও ফাঁকা গুলি। তারা দাবি করে, কোনো এলএমজি বা ভারি অস্ত্র ব্যবহারের প্রমাণ নেই এবং মাঠপর্যায়ে তাদের কোনও ‘র‍্যাপিড অ্যাকশন টিম’ও মোতায়েন করা হয়নি।
 
বিজিবি আরও বলেছে, যে ভিডিও ফুটেজে গুলির শব্দ শোনা যায়, তা এডিটকৃত এবং বাস্তব ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এমনকি, জনসমর্থনের প্রমাণ হিসেবে তারা বিভিন্ন এলাকার ফুটেজের উল্লেখ করে, যেখানে আন্দোলনকারীদের সঙ্গে বিজিবির সহযোগিতামূলক আচরণ দেখা গেছে।
 
তারা আরও দাবি করে, বাহিনীটি অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত ইতিমধ্যে শেষ করেছে এবং আদালতের বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত। তবে তদন্তের নামে ভুল তথ্য বা নির্বাচিত ফুটেজ উপস্থাপনকে তারা ন্যায়বিচারের পথে অন্তরায় হিসেবে দেখছে।
 
বিজিবির মতে, এমন সময়ে যখন বাহিনীটি সীমান্ত সুরক্ষা ও আন্তর্জাতিক আইন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তখন একটি মনোবলহীন প্রতিবেদন ভবিষ্যতে বাহিনীর কাজকে প্রভাবিত করতে পারে। তারা প্রশ্ন তোলে—দেশীয় স্বার্থের বাইরে এ ধরনের প্রতিবেদন তৈরির পেছনে বিদেশি ইন্ধন আছে কি না।
 
বাহিনীটি মনে করে, যদি কোনো সদস্য বিচারের মাধ্যমে দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—তবে তাতে যেন বিভ্রান্তিকর উপস্থাপন প্রভাব না ফেলে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস