ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা, পুলিশের দাবি সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য জামিন আবেদন মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, সহযোগিতা জোরদারে শীর্ষ বৈঠক বিজিবিকে ঘিরে ডেইলি স্টারের ভিডিও প্রতিবেদন: পক্ষপাতদুষ্ট দাবি বাহিনীর ফ্রান্সে ভয়াবহ দাবানল: ৪২ হাজার একর এলাকা পুড়ে ধ্বংস, শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে নতুন জটিলতা: ত্রিপক্ষীয় বৈঠক অনিশ্চিত জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন, জনসংখ্যা হ্রাসে গভীর সংকটে দেশটি ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট প্রস্তুতি চবিতে নাট্যকলা বিভাগের দুই শিক্ষকপ্রার্থী ডোপ টেস্টে ‘গাঁজা সনাক্ত’ ৮ বছর পর ‘সিডরম্যান’ জয়দেব দত্ত হত্যার মামলা, অভিযুক্ত ১৪ জন সংস্কার কমিশনের ১২১ সুপারিশের মধ্যে বাস্তবায়িত ১৬, চলমান ৮৫ উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছেই, জলকপাট খুলে দেওয়া হলো পঞ্চম দফায় সচিবালয়ে দ্বিতীয়বার বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক কারাবিধির সংস্কার করবে সরকার: আইন উপদেষ্টা আসিফ নজরুল কাপ্তাই হ্রদে পানির চাপ, চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি জলকপাট খোলা হলো শহিদ আজাদ-রুমী গ্রন্থাগার: জাহাঙ্গীরনগরে পাঠচর্চার মুক্ত মঞ্চ ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে এক্সের আইনি পদক্ষেপ

নতুন নোটে বিড়ম্বনা, নিচ্ছে না এটিএম ও মেট্রো রেলের বুথ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:৪১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:৪১:৩১ অপরাহ্ন
নতুন নোটে বিড়ম্বনা, নিচ্ছে না এটিএম ও মেট্রো রেলের বুথ

চলতি জুন মাসে বাজারে এসেছে তিন ধরনের নতুন নোট। এগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীক। নতুন নোট সংগ্রহে মানুষের আগ্রহ ব্যাপক হলেও, বাস্তব জীবনে এর ব্যবহার নিয়ে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।

অনেকেই অতিরিক্ত মূল্য দিয়ে নতুন নোট সংগ্রহ করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দেখা যাচ্ছে, নতুন এক হাজার টাকার নোট দোকানদার কিংবা মেশিনে জমা দেওয়া যাচ্ছে না। কেউ কেউ একাধিক দোকানে গিয়েও নোটটি বৈধ বলে বোঝাতে ব্যর্থ হয়েছেন।

বিশেষত এটিএম ও সিআরএম বুথে এবং মেট্রো রেলের টিকিটিং সিস্টেমে এই নতুন নোট গ্রহণ না করার অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে দেখা গেছে, একজন গ্রাহক এটিএম মেশিনে নতুন এক হাজার টাকার নোট জমা দেওয়ার চেষ্টা করলেও সেটি গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) শাহ আলম পাটোয়ারী বলেন, ‘নতুন এক হাজার টাকার নোট গ্রহণ না করার অভিযোগ পাওয়া গেছে। কারণ এটিএম বুথের সফটওয়্যার সিস্টেমে নতুন টাকাটি এখনো সংযুক্ত করা হয়নি। এতে কয়েক ধাপে বিশেষ সিকিউরিটি কনফিগারেশন সম্পন্ন করতে হয়। এরই মধ্যে এই আপডেটের কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই এটি সম্পন্ন হবে বলে আশা করছি।’

বাংলাদেশ ব্যাংক থেকে এ সমস্যার এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া না হলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলো এরই মধ্যে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট ও কনফিগারেশন কার্যক্রম শুরু করেছে। তবে এর আগে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও বুথ ব্যবস্থাপনার মানোন্নয়ন করা হলে এই বিড়ম্বনা এড়ানো যেত বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ঈদুল আজহার ছুটিতে এটিএম বুথে টাকা না পেয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। অন্যদিকে নতুন টাকা জমা দিতে পারেননি অনেকে। কিন্তু এটিএম বুথের মাধ্যমে ২৪ ঘণ্টা টাকা জমা ও তোলার সুযো করেগ পাওয়ার কথা। ঈদের ছুটিতে সেই এটিএম বুথ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বুথ থেকে বুথে ঘুরেও নগদ টাকা মিলছে না বলে গ্রাহকরা অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, ছয়-সাতটি এটিএম বুথ ঘুরে যা নগদ মিলছে, তাও প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ঈদের ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে অর্থ লেনদেনের সুযোগ দিতে দেশের ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ ঈদের আগেই দেওয়া হয়েছে। এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা মজুদ যাতে থাকে, তার সব ধরনের ব্যবস্থা ঈদের আগেই করে দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক।’

তিনি বলেন, ‘ছুটিতে যেসব ব্যাংক তাদের বুথগুলোয় পর্যাপ্ত টাকা মজুদ রাখেনি এবং টাকা শেষের পর সঙ্গে সঙ্গে রিফিলের ব্যবস্থা করছে না-এমন অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ এটিএম বুথে গ্রাহকদের হয়রানি কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ ব্যাংক।’

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সারা দেশে এটিএম বুথ রয়েছে ১২ হাজার ৯৪৬টি এবং ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) রয়েছে সাত হাজার ১২টি।

ঈদের ছুটিতে অনেক গ্রাহক এসব বুথ থেকে টাকা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। যারা নতুন নোট নিয়ে এসেছে তারাও সমস্যায় পড়েছেন, কারণ প্রযুক্তিগত কারণে এসব নোট এখনো অটোমেটেড সিস্টেমে স্বীকৃতি পায়নি।

বিশ্লেষকদের মত- এই সমস্যার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত জনসচেতনতার অভাব এবং সময়মতো সফটওয়্যার আপডেট না করা। তারা মনে করছেন, আগেভাগে প্রস্তুতি ও প্রচারণা চালালে এই বিড়ম্বনা এড়ানো যেত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা, পুলিশের দাবি

হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা, পুলিশের দাবি