অস্ট্রেলিয়ায় চলতি আগস্ট মাসে শুরু হতে যাওয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ ‘এ’ দল প্রস্তুত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যার নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান। আগামী ৭ আগস্ট দলটি অস্ট্রেলিয়া সফরে যাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
দলে রয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারসহ তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা, যেমন নাইম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মাহফুজুর রহমান রাব্বি ও নাঈম হাসান। গতবারের মতো এবারও বাংলাদেশ ‘এ’ দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে, যা তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে বিবেচিত হবে।