নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গঠনের দাবিতে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "আজ ৩ আগস্ট ঐতিহাসিক দিন। এক বছর আগে ঠিক এই দিনেই শহীদ মিনার থেকে জনতার ঐক্যবদ্ধ কণ্ঠে এক দফা দাবি তোলা হয়েছিল। সেটি ছিল কোনো ব্যক্তি বা দলের একক ঘোষণা নয়—বরং ছিল জনগণের পক্ষ থেকে ঘোষিত এক দফা।"
এনসিপির ঘোষিত ২৪ দফা দাবির মধ্যে রয়েছে:
-
নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক ঘোষণা
-
জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
-
বিচারব্যবস্থা ও আইন সংস্কার
-
দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন
-
স্বাধীন গণমাধ্যম, শক্তিশালী নাগরিক সমাজ
-
সার্বজনীন স্বাস্থ্য, মানসম্পন্ন শিক্ষা, প্রযুক্তি বিপ্লব
-
নারীর অধিকার, কর্মসংস্থান, শ্রমিক-কৃষকের মর্যাদা
-
জলবায়ু সহনশীলতা, নদী-সমুদ্র রক্ষা
-
প্রবাসীদের অধিকার ও বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
দাবিগুলোতে গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় কাঠামোতে রূপান্তরের কথা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। এনসিপির মতে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন ভিত্তি গড়ে তুলতে এই রূপান্তরমূলক পদক্ষেপ সময়ের দাবি হয়ে উঠেছে।