২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এ মুদ্রানীতি প্রকাশ করবেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে গৃহীত নীতিগুলোর অগ্রগতি তুলে ধরবেন গভর্নর। একইসঙ্গে তিনি পূর্ববর্তী মুদ্রানীতির কার্যকারিতা ও ফলাফল নিয়েও বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা—বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, মুখ্য অর্থনীতিবিদসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের দৃষ্টি এখন নতুন মুদ্রানীতির দিকনির্দেশনার দিকে, যা উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে আর্থিক খাতকে কীভাবে সামাল দেবে তা দেখার বিষয়।