ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ! ইরান-ইরাক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরান-আইএইএ আলোচনায় অগ্রগতি: ইতিবাচক সুরে তেহরান নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধে জেনজিদের রক্তাক্ত বিক্ষোভ, নিহত ১৪ কঙ্গো-চীনের মধ্যে ২৩ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস চুক্তি সিরিয়ায় রেকর্ড পরিমাণ ক্যাপ্টাগন জব্দ, গ্রেপ্তার ডাকাতচক্র সাবেক শিনবেত প্রধানের বিরুদ্ধে শিশু অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা চুক্তি: যুক্তরাজ্য-নরওয়ের যৌথ নৌবহর গঠনের ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীতে রিজার্ভ সংকট ও সরঞ্জামের ঘাটতি খাদ্য সংকটে নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ৩২.৫ মিলিয়ন ডলার সহায়তা ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে রহস্যময় নতুন স্থাপনা সৌদিতে চীনা লেজার প্রতিরক্ষা মোতায়েন, ড্রোন ঠেকাতে নতুন কৌশল লাতিন আমেরিকায় মাদকবিরোধী দীর্ঘমেয়াদি অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন প্রযুক্তিতে তাইওয়ান–ইউক্রেন–পোল্যান্ডের চুক্তি

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তান

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪৬:০৪ অপরাহ্ন
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তান তাসকিন-লিটনদের উইকেট উদযাপন। ছবি: বিসিবি

সিরিজ হেরে যেন মিরপুর চিনলেন পাকিস্তানের ব্যাটাররা। টি-২০ সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করে ঝড়ো ব্যাটিং করেছে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নতুন বলে পাওয়া শুরু কাজে লাগিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে তারা। রান পেয়েছেন দলটির চার ব্যাটার। 



দ্বিতীয় ম্যাচে মিরপুরের কন্ডিশনে নতুন বলে ব্যাটিং করা কঠিন ছিল। বৃহস্পতিবার ওই শেরে বাংলা স্টেডিয়ামে নতুন বলে ঝড়ো ব্যাটিং করে পাকিস্তান। সাঈম আইয়ূব ও শাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৮২ রান যোগ করেন। একাদশে ঢোকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ১৫ বলে ২১ রান করা সাঈমকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন। 

 
 

এরপর শাহিবজাদাকেও সাজঘরে পাঠান নাসুম। ততক্ষণে ফখর জামানের জায়গায় একাদশে ঢোকা ব্যাটার ৪১ বলে খেলেছেন দলের পক্ষে সর্বাধিক ৬৩ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কার শট আসে। তিনি ১১.১ ওভারে ৯৩ রানে আউট হন।

 


ওই ভিত্তির ওপর দাড়িয়েই মূলত বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। তবে শেষ দিকে রান তুলতে কিছুটা কষ্টই হয়েছে তাদের। নতুবা রানটা দুইশ’ ছোঁয়াই হতে পারত। পাকিস্তানের হয়ে দারুণ ব্যাটিং করেছেন হাসান নওয়াজ। চারে নেমে তিনি ১৭ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এক চার ও তিনটি ছক্কা আসে। 



প্রথম দুই ম্যাচে ব্যর্থ মোহাম্মদ নওয়াজও ব্যাট হাতে রান পেয়েছেন। স্লটে রান বাড়িয়ে নেওয়া এই ব্যাটার ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।

বল হাতে কেবল নাসুম আহমেদ নির্ভার ছিলেন। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। নতুন বলে রান আটকাতে ও উইকেট নিতে ব্যর্থ হওয়া পেসার তাসকিন আহমেদ স্লগে ৩ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল এদিন ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। স্পিনার শেখ মেহেদি সুবিধা করতে পারেননি। তিনি ৩ ওভারে ৩৬ রান খেয়েছেন। মিরাচ এক ওভারে দিয়েছেন ১৪ রান। সাইফউদ্দিন ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেন নেন। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাকসু ভোটে শিক্ষার্থীদের ঢল, প্রতিদ্বন্দ্বিতায় ১০টির বেশি প্যানেল

ডাকসু ভোটে শিক্ষার্থীদের ঢল, প্রতিদ্বন্দ্বিতায় ১০টির বেশি প্যানেল