তিব্বতের ইয়ারলুং জাংবো নদীর ওপর বিশাল বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন, যা ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম বাঁধে রূপ নিতে পারে। এই নদী ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত। শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পূর্ব তিব্বতের নিয়িংচি অঞ্চলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা শিনহুয়া।
প্রকল্পটির অনুমোদন গত বছরের ডিসেম্বরেই বেইজিং থেকে দেওয়া হয়। বাঁধ নির্মাণের উদ্দেশ্য বলা হয়েছে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জন ও তিব্বতের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।
শিনহুয়া জানায়, বাঁধটি থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে তিব্বতের স্থানীয় চাহিদাও এতে পূরণ করা সম্ভব হবে।
এই বাঁধ চীনের বর্তমান বৃহত্তম ‘থ্রি গর্জেস ড্যাম’-কেও ছাড়িয়ে যেতে পারে এবং বিশেষজ্ঞদের মতে, এর ফলে ভারত ও বাংলাদেশে অববাহিকায় বসবাসরত কোটি মানুষের জীবিকা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রকল্পটির আওতায় পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং মোট বিনিয়োগের পরিমাণ ১.২ ট্রিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার।
চীন এই প্রকল্পের কারণে নদীর নিম্নপ্রবাহে প্রভাব ফেলবে না বলে দাবি করলেও ভারত ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।
চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা চীনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং “জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নজরদারি ও পদক্ষেপ নেওয়া হবে” বলে জানিয়েছে।
তারা আরও জানায়, চীনের যেন এমন কোনো কার্যকলাপ না হয় যার ফলে উপনদী এলাকার ভারতীয় রাজ্যগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়—এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।