ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৯ প্রভাবশালীর দখলে থাকা সরকারি জায়গা উদ্ধারে চট্টগ্রামে পাউবো’র অভিযান এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফলাফলে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থী হতবাক! সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে! সোহাগ হত্যা প্রমাণ করে, বিএনপি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে : এনসিপি সোহাগ হত্যা: হেফাজতে ইসলামের নিন্দা ও খুনিদের শাস্তির দাবি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেফতার প্রক্রিয়া জানালো ডিএমপি, অপতথ্য না ছড়ানোর অনুরোধ ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরে মহানবী (সা.) এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা ও সহিংসতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ট্রাম্প, আলোচনা চলছে: রুবিও বাইরে বসে খেলা চলবে না, মাঠে নেমে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর! অসদাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন আনছে অ্যাপল বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ ঝড়ো হাওয়ার সম্ভাবনা, ৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর! সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন বাংলাদেশিদের ওপর হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল

অসহনীয় গরমে চিন্তায় ফিফা, ইনডোর স্টেডিয়ামের ভাবনায় বিশ্বকাপ আয়োজকরা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:২৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:২৭:২৪ পূর্বাহ্ন
অসহনীয় গরমে চিন্তায় ফিফা, ইনডোর স্টেডিয়ামের ভাবনায় বিশ্বকাপ আয়োজকরা

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপকে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে যুক্তরাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে খেলোয়াড়দের অসহনীয় গরমে ভোগান্তি দেখে উদ্বেগ প্রকাশ করেছে ফিফা। প্রচণ্ড গরমে দিনের বেলার ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে দিনের ম্যাচগুলো যতটা সম্ভব ইনডোর, এয়ার-কন্ডিশনড স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইনফান্তিনো বলেন, “তাপমাত্রা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। প্যারিস অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক আয়োজনেও এটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তবে আমাদের হাতে ইনডোর স্টেডিয়ামের বিকল্প রয়েছে। যুক্তরাষ্ট্র এবং কানাডার ভ্যাঙ্কুভার শহরে এগুলোর ভালো ব্যবহার করা সম্ভব।”

এবারের ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ম্যাচ চলাকালীন তীব্র গরমে একাধিকবার পানি পানের বিরতি নিতে হয়েছে। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা সম্পর্কে চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেন, “এটি ছিল অত্যন্ত বিপজ্জনক।”

২০২৬ সালের বিশ্বকাপ তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। আয়োজক শহরের সংখ্যা ১৬টি, যার মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ১১টি, কানাডায় ২টি এবং মেক্সিকোতে ৩টি। ইনফান্তিনোর মতে, জুন-জুলাইয়ে ভ্যাঙ্কুভারেই তাপমাত্রা সবচেয়ে সহনীয় থাকবে।

তবে গরমের এই চ্যালেঞ্জ সত্ত্বেও ক্লাব বিশ্বকাপকে আর্থিকভাবে সফল বলেই মনে করছে ফিফা। ইনফান্তিনো জানান, নতুন ৩২ দলের ফরম্যাটে আয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার, যা প্রতি ম্যাচে গড়ে ৩৩ মিলিয়ন ডলার। “বিশ্বের কোনো ক্লাব প্রতিযোগিতা এতো আয় করে না,” বলেন তিনি।

টিকিট বিক্রির ক্ষেত্রেও ভালো সাড়া পাওয়া গেছে বলে দাবি ফিফার। আয়োজকেরা জানিয়েছেন, পুরো আসরে প্রায় ২৫ লাখ টিকিট বিক্রি হয়েছে, গড়ে প্রতি ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৪০ হাজারের বেশি। ইনফান্তিনো বলেন, “বিশ্বের খুব কম লিগেই গড়ে এত দর্শক থাকে। শুধু প্রিমিয়ার লিগই এর ব্যতিক্রম।”

রবিবার নিউইয়র্কে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি মুখোমুখি হবে পিএসজির। জানা গেছে, এই ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় বাস ঢুকতে দেন না যাত্রাবাড়ীর যুবদল নেতা

ঢাকায় বাস ঢুকতে দেন না যাত্রাবাড়ীর যুবদল নেতা