অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স বিএনপির: সালাহউদ্দিন
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১০:৫৮:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১০:৫৮:৩১ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনও প্রশ্রয় দেয় না, কোনদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স।
শুক্রবার (১১ জুলাই) রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের মূল ফটকের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, ওই ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনও প্রশ্রয় দেয় না, কোনদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ