দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় নিহত হয়েছেন চীনা প্রকৌশলী ওয়াং জিয়াং গো। খনির প্রায় ১,২৫০ ফুট গভীরে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। তিনি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএসসি কনসোর্টিয়ামের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে, খনির ১৩০৫ নম্বর ফেইজে। পরে আহত অবস্থায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক জানান, কয়লার মজুত শেষ হওয়ায় পুরনো ফেইজ থেকে যন্ত্রপাতি সরানোর কাজ চলছিল। এ সময় ওয়াং একটি স্টিল রোপের সঙ্গে আটকে গেলে হাইড্রোলিক জগের নিচে পড়ে যান।
পার্বতীপুর থানার ওসি জানান, ঘটনায় একটি মামলা হয়েছে।