শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
- আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:০৫:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:০৫:০৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। এবার লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে টাইগাররা। এই সিরিজ জিতে ওয়ানডে হারের ক্ষত ভুলে যেতে চায় টাইগাররা।
তবে কাজটা সহজ হবে না বলেই মানছেন দল অধিনায়ক লিটন দাস। নিজেদের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ খারাপ সময় কাটাচ্ছেন লিটন। ওয়ানডে সিরিজে নিজেকে হারিয়েছেন ছন্দ থেকে। শেষ আট ইনিংসে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি। চারবার আউট হয়েছেন শূন্য রানে। তাই সিরিজের শেষ দুই ম্যাচে জায়গাও হারাতে হয়েছে একাদশ থেকে।
পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায়ই আছে। এটা আলাদা সংস্করণ। আমরা সবাই জানি এই সংস্করণে কেমন খেলতে হয়। সেই অনুযায়ী মাঠে ভালো কিছু করার চেষ্টা করব।’
ওয়ানডে সিরিজে না খেলার কারণ জানিয়ে লিটন বলেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি বলেই বেঞ্চে ছিলাম। তখন ভেবেছি এই সময়টা টি-টোয়েন্টির প্রস্তুতিতে কাজে লাগাই।’
প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে সিরিজে এগিয়ে রাখছেন লিটন। তার ভাষায়, ‘নিজেদের মাঠে শ্রীলঙ্কা ভালো দল, অভিজ্ঞতাও বেশি। তাদের কিছু রহস্য বোলার আছে, বোলিং আক্রমণও বেশ ভালো। আমাদের সেটা মোকাবিলা করেই ভালো খেলতে হবে। টি-টোয়েন্টি এমনই, নির্দিষ্ট দিনে কয়েকজন ভালো খেললেই ফল ঘুরে যায়।’
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ