লেবাননের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী বৈরুত থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সিডন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র সরাসরি চলন্ত গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় ও তারা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, সিডন এলাকায় তারা হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে অভিযানের সময়, নিহতের সংখ্যা বা লক্ষ্যবস্তুর বিস্তারিত তারা জানায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত চার হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ হাজারের বেশি এবং প্রায় ১৪ লাখ লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও এখন পর্যন্ত তারা কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তবর্তী পাঁচটি চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
ডেস্ক রিপোর্ট