ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজ্জায় দুর্ভিক্ষ: শিশুরা চায় মরতে যেন জান্নাতে গিয়ে খেতে পারে, মানবাধিকার সংকট তীব্র ভারত ৯৭টি তেজস যুদ্ধবিমান কিনছে, চুক্তির পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার জেরুজালেমে খ্রিস্টান স্থাপনা নিয়ে রাশিয়া–ইসরাইল বিরোধ তীব্র সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি নয় ওয়েলসে খ্রিস্টানদের ৫০ বছরের ক্রুশ ভেঙে ইহুদিদের ডেভিডের তারকা বানানোর অভিযোগে বিতর্ক রাশিয়া-ভারত তেল চুক্তির কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানি রোহিঙ্গা সংকট বিশ্বদরবারে তুলে ধরতে কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাতের সুন্নাহ সমূহ ২৩টি রাজনৈতিক দলের মতামত জমা, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ ডিএনসিসির ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কমিটি গঠন প্রবীণদের যত্নে সমাজের দায়িত্ব পালনের আহ্বান স্বাস্থ্য সচিবের বাংলাদেশে বিএসএফ সদস্যর, বিজিবির সামনে পা ধরে বসতে দেখা ভিডিও ভারতবাসীর জন্য সীমাবদ্ধ করলো ফেসবুক সাদাপাথর লুট: প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ, কেউ থাকুক না কেন আইনের আওতায় আনা হবে মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি সতর্কতা জারি, গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান অবশেষে দশ পর বছর পর মুক্তি পেলেন লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন ওয়াইসির: ‘অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু হোক হাসিনা থেকে’ বিএনপির ৩১ দফায় আস্থাশীলদের সঙ্গেই জোটের ইঙ্গিত, নির্বাচনী প্রস্তুতিতে উৎসবের আমেজ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, ভোট শেষে ক্ষমতায় কোনো ভূমিকায় থাকবেন না -ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য: চা রফতানিতে শুল্কমুক্ত সুবিধা ও শিল্প খাতে সহযোগিতা নিশ্চিত
চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা

চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৭:৫০ অপরাহ্ন
চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্কিত শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতি নিয়ে ছাত্রদের বিক্ষোভ ও উত্তেজনার জেরে বাতিল করা হয়েছে গঠিত বোর্ড। এ ঘটনায় উপাচার্যের কার্যালয়ে বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করায় তাদের ‘ক্ষমা’ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
এ দিকে উপাচার্যের কার্যালয়ে বাগবিতণ্ডায় জড়ানো সেই শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছে। ফলে তাদের ক্ষমা করে দিয়েছে প্রশাসন ও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকাল শনিবার বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের আপাতত ‘ক্ষমা’ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
 
শুক্রবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে ড. কুশল বরণের পদোন্নতির সাক্ষাৎকারের আগে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভ করেন। পরে গঠিত পদন্নোতির বোর্ড বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামিম উদ্দীন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি ও সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে আমরা ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতির বোর্ড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে বোর্ড বসবে।’
 
ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘আপনাকে আমরা বসিয়েছি’ বলে উপাচার্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছে সাবেক ছাত্রঅধিকার পরিষদের নেতা তাহসীন হাবিব। তিনি বলেন, ‘আমরা কখনোই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করতে চাইনি। ঘটনাটা আবেগের বশবর্তী হয়ে হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছি।’
 
উপাচার্যের কক্ষে কাজগপত্র দেখিয়ে চরম উত্তেজিত হতে যায় ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদকে। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতির বিরোধিতা করা। সেই প্রতিবাদ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।’
 
তিনি আরও বলেন, আমরা অন্যায় করিনি। আমরা বলেছি, জুলাইয়ের বিপ্লবী প্রশাসন কীভাবে ফ্যাসীবাদী শিক্ষককে পদোন্নতি দেই। আমাদের প্রতিবাদ ছিল, সেখানে।’
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের অফিসে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তাই আপাতত তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনাও জারি করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিড সনদ পেল বাংলাদেশের আরও তিন পরিবেশবান্ধব পোশাক কারখানা

লিড সনদ পেল বাংলাদেশের আরও তিন পরিবেশবান্ধব পোশাক কারখানা