কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহ্মেদ পাঠান জানান, উদ্ধারকৃত মরদেহটি হাফ হাতা শার্ট পরিহিত ছিল এবং গলায় ফিতা ও চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে পৌঁছেছেন।
এর আগে, ২১ আগস্ট সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন, কিন্তু আর ফিরেননি। তাঁর মোবাইল ফোনও সঙ্গে ছিল না। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতাল ও অন্যান্য স্থানে খোঁজ চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ছেলে ঋত সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।”
রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে এবং তদন্ত এখনও চলমান। বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং মূলত কলামিস্ট হিসেবে পরিচিত। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সঙ্গে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।