ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের অস্ত্র ক্রয়ে ১২৯ মিলিয়ন ডলারের অডিট ফাঁস ট্রাম্পকে চীনকে থামাতে পারলে নোবেলের যোগ্য—তাইওয়ান প্রেসিডেন্ট ভারতীয় যুদ্ধবিমানে ‘Shabaz’ ও ‘Rafiqui’ কল সাইন, পাকিস্তানকে বার্তা ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ৪১.৬ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র রপ্তানি অনুমোদন তুরস্কের নিষেধাজ্ঞায় ইরানের কড়া প্রতিক্রিয়া উচ্চ পাহাড়ে ভারতীয় সেনার আর্টিলারি মহড়া বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার তুরস্কের ‘IŞIK’ লেজার সিস্টেমের সফল পরীক্ষা গাজায় ফেরার পথে পরিবারসহ ফিলিস্তিনি নিহত সুদানে আরএসএফের রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ রাশিয়ার ফ্রিজ করা অর্থ দিয়ে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রস্তাব ইসরায়েলে যুক্তরাষ্ট্রের THAAD প্রতিরক্ষা ঘাঁটি বাড়ল রাশিয়ার নতুন ফাইবার-অপটিক ড্রোন হামলা ইউক্রেনে সিরিয়ার মানবিজে কুর্দি বাহিনী ও তুর্কি-সমর্থিত সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ ইরান রিয়াল সংস্কার: চারটি শূন্য কেটে নতুন তুমান পোল্যান্ডে ন্যাটো মিশনে নরওয়ের F-35 যুদ্ধবিমান ‘I Love Muhammad’ ব্যানার: মাওয়ানায় ৫ মুসলিম গ্রেফতার, ইরান-রাশিয়া: Su-35 যুদ্ধবিমানের সম্ভাব্য ডিল
bangladesh-buy-chinese-j10-fighter-jets

বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১২:২৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১২:২৪:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকার বিমানবাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনা তৈরি ২০টি জে-১০সিই (J-10CE) মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২.২০ বিলিয়ন ডলার (প্রায় ২৭,০৬০ কোটি টাকা), যা ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
 
সরকারি নথি অনুযায়ী, এই চুক্তিতে যুদ্ধবিমান কেনার পাশাপাশি প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট খরচও অন্তর্ভুক্ত থাকবে। অর্থ মন্ত্রণালয় ২০৩৫–৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করবে।
 
প্রত্যেকটি বিমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ মিলিয়ন ডলার, যা ২০টি বিমানের জন্য মোট ১.২ বিলিয়ন ডলার। প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও পরিবহন বাবদ আরও ৮২০ মিলিয়ন ডলার যুক্ত হবে। বীমা, ভ্যাট, এজেন্সি কমিশন ও অবকাঠামোগত ব্যয়সহ সর্বমোট ব্যয় দাঁড়াবে ২.২০ বিলিয়ন ডলার।
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস চীনে সফরের সময় যুদ্ধবিমান কেনার প্রস্তাব নিয়ে আলোচনা করেন এবং চীন ইতিবাচক সাড়া দেয়। পরবর্তীতে সরকার এপ্রিলে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কমিটি মূল্য নির্ধারণ, অর্থপ্রদানের শর্ত, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সমঝোতা করবে।
 
জে-১০সিই হলো চীনের জে-১০সি মডেলের রপ্তানি সংস্করণ, যা ইতোমধ্যেই চীনা বিমানবাহিনীতে সেবায় রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এ মডেল বৈশ্বিক আলোচনায় আসে, যদিও কিছু দাবির সত্যতা এখনো যাচাই হয়নি।
 
তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা চূড়ান্ত হয়নি এবং বিষয়টি এখনো মূল্যায়নাধীন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান মনে করিয়ে দেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের টানাপোড়েনকে বিবেচনায় রাখতে হবে।
 
বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান বহরে রয়েছে মোট ২১২টি বিমান, যার মধ্যে ৪৪টি ফাইটার জেট। এর মধ্যে ৩৬টি হলো চীনা তৈরি এফ-৭, আর বাকি বহরে আছে মিগ-২৯বি, ইয়াক-১৩০, কে-৮ ট্রেইনার, সি-১৩০জে পরিবহন বিমান ও বিভিন্ন ধরনের হেলিকপ্টার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর এমপি বা সরকারি পদে থাকতে পারবেন না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর এমপি বা সরকারি পদে থাকতে পারবেন না