আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হলে সংশ্লিষ্ট ব্যক্তি আর সংসদ সদস্য (এমপি), স্থানীয় সরকার প্রতিনিধি বা কোনো সরকারি পদে থাকতে বা নিয়োগ পেতে পারবেন না — এমন নতুন বিধান সংযোজন করেছে সরকার।
সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, অভিযোগ গঠনের পর কেউ সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদে বহাল থাকতে পারবেন না। একইসঙ্গে তারা কোনো সরকারি চাকরি বা পদে নিয়োগযোগ্যও থাকবেন না।
তবে, যদি কেউ পরবর্তীতে ট্রাইব্যুনাল থেকে খালাসপ্রাপ্ত হন বা অভিযোগ থেকে অব্যাহতি পান, তাহলে এই নিষেধাজ্ঞা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
গেজেটে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুনভাবে রাজনৈতিক ও প্রশাসনিক পদে যোগ্যতার সীমা নির্ধারণের বিধান কার্যকর হলো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর এমপি বা সরকারি পদে থাকতে পারবেন না
- আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:৩২:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৩৩:০৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ