এই তালিকায় পাকিস্তানও রয়েছে, যার মাধ্যমে দেশটি এফ-১৬ ব্লক ৫২ যুদ্ধবিমানগুলো আধুনিকায়ন করতে পারবে। AIM-120C-8 ক্ষেপণাস্ত্র রাডার-নিয়ন্ত্রিত এবং সব ধরনের আবহাওয়ায় কার্যকর। এর কার্যকর পরিসর ১০০ কিলোমিটারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা (U.S. Defense Security Cooperation Agency) জানিয়েছে, এই চুক্তি আন্তর্জাতিক সহযোগিতা ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে অনুমোদিত হয়েছে।