তথাকথিত “যুদ্ধবিরতি” ঘোষণার পরও গাজায় প্রতিদিনই প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গড়ে প্রতিদিন অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এর মধ্যে প্রায় ২৭ শিশু ও ১৪ জন নারী।
প্রতিদিন গড়ে ১২ জন মা ও ৩০ জন বাবাকে হত্যা করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া অন্তত ৫৩টি পরিবারে গণহত্যার ঘটনা ঘটছে। এর মধ্যে চারটি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর আটটি পরিবারে কেবল একজন সদস্য জীবিত থাকছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই ধারাবাহিক হামলা শুধু যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং তা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও গুরুতর লঙ্ঘন।