মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:০২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:০২:০৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ হওয়া ওই কলামিস্ট সাংবাদিকেরই দেহ।
 
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহ্মেদ পাঠান জানান, উদ্ধারকৃত মরদেহটি হাফ হাতা শার্ট পরিহিত ছিল এবং গলায় ফিতা ও চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে পৌঁছেছেন।
 
এর আগে, ২১ আগস্ট সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন, কিন্তু আর ফিরেননি। তাঁর মোবাইল ফোনও সঙ্গে ছিল না। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতাল ও অন্যান্য স্থানে খোঁজ চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ছেলে ঋত সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।”
 
রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে এবং তদন্ত এখনও চলমান। বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং মূলত কলামিস্ট হিসেবে পরিচিত। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সঙ্গে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]